Tomar Name Likhe Dilem (তোমার নামে লিখে দিলেম) Song Lyric

এই পোষ্টে বর্ষাবাদল সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমার নামে লিখে দিলেম। গানটি গেয়েছেন কনক চাঁপা এবং আইয়ুব বাচ্চু

🎵 গানের নাম - তোমার নামে লিখে দিলেম

🎧 Song Credits: 
🎵 গান - Tomar Name Likhe Dilem
🎬 অ্যালবাম - বর্ষা বাদল
🎹 সুরকার আবু তাহের

Tomar Name Likhe Dilem Song Lyrics 👇

তোমার নামে লিখে দিলেম
আমার প্রেম, আমার প্রেম! 
কত যুগ যুগ ধরে তোমারি অন্তরে
আমি আছি আমি ছিলেম
আমার প্রেম, আমার প্রেম! 
আমার প্রেম, আমার প্রেম!
তোমার নামে লিখে দিলেম
আমার প্রেম, আমার প্রেম! 

তুমি যদি পাশে না থাকো আমার
লাগে যেনো এই পৃথিবী আঁধার 
এই আঁধার ভালো লাগেনা
কাছে কাছে আমি রবো যে তোমার
ভালোবাসা দিয়ে কাটাবো আঁধার
কখনো দূরে যাবো না! 
পৃথিবীর আগে পৃথিবীর পরে
সাথী হয়ে যেন ছিলে
আমার প্রেম, আমার প্রেম!
আমার প্রেম, আমার প্রেম!

প্রিয়ো তুমি দিলে এমনই বাঁধন
মিশে গেলো যেনো জীবনই জীবন
এ বাঁধন খুলে যাবে না! 
কিছু কিছু সুখ-দুঃখ তোমার
হলো যেনো আজ শুধু যে আমার
ও আমার সুরঞ্জনা! 
জনমের তরে আমি একবারে
তোমারি তো হয়ে গেলেম
আমার প্রেম, আমার প্রেম!
আমার প্রেম, আমার প্রেম!

তোমার নামে লিখে দিলেম
আমার প্রেম, আমার প্রেম! 
কত যুগ যুগ ধরে তোমারি অন্তরে
আমি আছি আমি ছিলেম
আমার প্রেম, আমার প্রেম! 
আমার প্রেম, আমার প্রেম!
তোমার নামে লিখে দিলেম
আমার প্রেম, আমার প্রেম! 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম