এই পোষ্টে মায়ের অধিকার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - মেয়ে তো নয় রে পাগলী। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং আগুন
🎵 গানের নাম - মেয়ে তো নয় রে পাগলী
🎧 Song Credits:
🎵 গান - Meye To Noy Re Pagli
🎬 অ্যালবাম - মায়ের অধিকার
🎶 গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - রুনা লায়লা / আগুন
📌 লেবেল - CD PLUS
Meye To Noy Re Pagli Song Lyrics 👇
মেয়ে তো নয় রে পাগলী
তোরা তার পিছে কেনো লাগলী
মেয়ে তো নয় রে পাগলী
তোরা তার পিছে কেনো লাগলী
কি নাকটা, কি চোখটা, কি মুখটা আহা!
কি টুক টুকে রাঙা গালটা,
কি টুক টুকে রাঙা গালটা!
ছেলেটা বড় গুন্ডা তারে,
ডান্ডা মেরে করো ঠান্ডা
কি শার্টটা, কি প্যান্টটা, কি বেলটা আহা!
কি নয়া বড়লোকি চালটা,
কি নয়া বড়লোকি চালটা
সোনা মিয়া সোনার ছেলে
ভাগ্যবতী হবে তারে পেলে
মোটাশোটা মানুষ নিয়ে
জমবে বাসর নিশিকালে!
ও রুপা মোদের রুপবতী
হও না তুমি তার প্রাণপতী
কাজী ছাড়া বিয়ে দিলাম
শাদী মোবারকের অনুমতি
মেয়ে তো নয় রে পাগলী
তোরা তার পিছে কেনো লাগলী
মেয়ে তো নয় রে পাগলী
তোরা তার পিছে কেনো লাগলী
কি নাকটা, কি চোখটা, কি মুখটা আহা!
কি টুক টুকে রাঙা গালটা,
কি নয়া বড়লোকি চালটা
ফিটিং ফাটিং পোশাক পড়ে
হেলে দুলে চলে রাস্তা জুড়ে
দেখে তারে আজব সাজে
জোয়ান বুড়া সবে সিটি মারে
হেই ট্যারা চোখে দেখলে পরে
চোখটা দেবো আই কানা করে
থালা হাতে ভিক্ষ্যা করে
সদর ঘাটে মরবি ঘুরে
ছেলেটা বড় গুন্ডা তারে,
ডান্ডা মেরে করো ঠান্ডা
কি শার্টটা, কি প্যান্টটা, কি বেলটা আহা!
কি নয়া বড়লোকি চালটা,
কি নয়া বড়লোকি চালটা
মেয়ে তো নয় রে পাগলী
তোরা তার পিছে কেনো লাগলী
মেয়ে তো নয় রে পাগলী
তোরা তার পিছে কেনো লাগলী
কি নাকটা, কি চোখটা, কি মুখটা আহা!
কি টুক টুকে রাঙা গালটা,
কি টুক টুকে রাঙা গালটা!
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️