এই পোষ্টে জিদ্দী সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - সজনী ভালো যে বেসেছি। গানটি গেয়েছেন ডলি সায়ন্তনী এবং খালিদ হাসান মিলু
🎵 গানের নাম - সজনী ভালো যে বেসেছি
🎧 Song Credits:
🎵 গান - Shojoni Bhalo Je Beshechi
🎬 অ্যালবাম - জিদ্দী
🎶 গীতিকার - ??
🎹 সুরকার - আলী হোসেন
🔊 শিল্পী - ডলি সায়ন্তনী / খালিদ হাসান মিলু
📌 লেবেল - G-Series
Shojoni Bhalo Je Beshechi Song Lyrics 👇
সজনী... সজনী...
বেসেছি বেসেছি, ভালো যে বেসেছি
ভালো যে বেসেছি, তুমি তো বুঝনি!
সজনী... সজনী...
দিয়েছি দিয়েছি, এই মন দিয়েছি
এই মন দিয়েছি, তুমি তো জানো নি!
সজনী... সজনী...
তুমি শুধু আমার, তুমি শুধু আমার আ...
তুমি শুধু আমার, এই জীবনের ও কাহিনী!
সজনী... সজনী...
তুমি আছো কাছে, তুমি আছো কাছে এ...
তুমি আছো কাছে, তাই দুরে যেতে পারি নি!
সজনী...সজনী...
তুমি কথা দিলে, তুমি কথা দিলে এ...
তুমি কথা দিলে, তুমি কথা দিলে...
সেই কথা রেখো চিরোদিনি!
সজনী...সজনী...
দিয়েছি দিয়েছি, এই মন দিয়েছি
এই মন দিয়েছি, তুমি তো জানো নি!
সজনী... সজনী...
বেসেছি বেসেছি, ভালো যে বেসেছি
ভালো যে বেসেছি, তুমি তো বুঝনি!
সজনী... সজনী...