Tomar Oi Dhupchhaya Rang (তোমার ওই ধূপছায়া রং) Song Lyric

Tomar Oi Dhupchhaya Rang

শ্যামল মিত্র থাকা মানে গানের পৃথিবী অনেক বেশি সহজ হয়ে যাওয়া। একবার শ্যামল মিত্রের বাড়ীতে অপেক্ষা করছেন গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি অনেকক্ষন অপেক্ষা করেছেন তারপর শ্যামল মিত্র এসে ঢুকলেন । ঢুকেই গৌরীপ্রসন্ন মজুমদারকে বললেন স্যরি "গৌরি দা" আমার আগে যে আরো একটা গান ছিলো সেটা জানতাম না। চলো ঝটপট গান গুলো করে ফেলি; কালই তো রেকর্ডিং! 

এ কথা শুনে গৌরি বাবু একটু ক্ষোভের স্বরেই বললেন - "তোর সবটাই এরকম জানিস আজ কতজনের বাড়ীতে যাওয়ার আছে আমার"। এ কথা শুনে শ্যামল মিত্র হাসতে হাসতে বললেন - "আরে বাবা একটু মাথা ঠান্ডা করে বসোই না। তোমার তো দশ মিনিট লাগবে দুটো গান লিখতে আমার আর কতক্ষন" 

এই কথা শুনে হেসে ফেললেন গৌরীপ্রসন্ন মজুমদার হেসে বললেন - "তা ঠিক! তোকে ত একটা খবরের কাগজ দিলেও পাঁচ মিনিটের মধ্যে ঠিক সুর করে দিবি" তাঁরপর দুজন মিলে গলা ফাটিয়ে হাসতে লাগলেন তারপরে দুজন মিলে ১০ মিনিটের মধ্যে দুটো গান তৈরি করেলেন। শ্যামল মিত্র হারমোনিয়ামে প্রথম যেটা বাজালেন সেটাই হয়ে গেলো সূর আর মুহুর্তে তৈরি হয়ে গেলো গান। 

যে দুটো চিরকালীন গান তৈরি হয়েছিলো তাঁর মধ্যে প্রথম গানটা ছিলো - তোমার ওই ধূপছায়া রং এবং দ্বিতীয় গানটা ছিলো - ঝিরিঝিরি বাতাস কাঁদে এই নামে। এই পোষ্টে আমি সেই প্রথম গানের লিরিক্স শেয়ার করবো! তাহলে দ্বিতীয় গান? সেটা না হয় অন্য কোন পোষ্টে শেয়ার করবো। 

🎵 গান - তোমার ওই ধূপছায়া রং

🎧 Song Credits: 
🎬 অ্যালবাম - Padma Chokhe
🎹 সুরকার শ্যামল মিত্র
🔊 শিল্পী শ্যামল মিত্র

Tomar Oi Dhupchhaya Rang Song Lyrics 👇

তোমার ওই ধূপছায়া রং শাড়ির পাড়ে 
চোর কাঁটাতে বিঁধিয়ে দিলাম মন, 
আমার এই টুকরো কথা টুকরো হাসি 
পড়বে মনে ঘরেই ফিরে
একটি একটি করে তাদের বাছবে যখন
তোমার ওই ধূপছায়া রং

ওরা চোর কাঁটা নয় স্মৃতির কাঁটা বিঁধবে বুকে 
কখনো যে সুখের ব্যাথায়, কখনো যে বা ব্যাথার সুখে
বিঁধবে বুকে! 
শঙ্খ সাদা জোসনা রাতেও মনে হবে 
চাঁদে যেনো লেগেছে গ্রহণ। 
আমার এই টুকরো কথা টুকরো হাসি 
পড়বে মনে ঘরেই ফিরে
একটি একটি করে তাদের বাছবে যখন
তোমার ওই ধূপছায়া রং

অমন করে বলো না যাই; বলো ওগো আসি।
বিদায়ের নিরব ব্যাথায় মুখে থাক হাসি
অমন করে বলো না যাই; বলো ওগো আসি।
বিদায়ের নিরব ব্যাথায় মুখে থাক হাসি
যদি দুচোখ থেকে যায় কখনো মুক্ত ঝরে  
স্মৃতিরই ঝিনুকে নয় রেখো তুমি তাঁদের ধরে! মুক্ত করে 
দেবালয় শুন্য কি হয় প্রতীমা যদি হয় বিসর্জন!
আমার এই টুকরো কথা টুকরো হাসি 
পড়বে মনে ঘরেই ফিরে
একটি একটি করে তাদের বাছবে যখন
তোমার ওই ধূপছায়া রং শাড়ির পাড়ে 
চোর কাঁটাতে বিঁধিয়ে দিলাম মন



🔊 আমার মতামত - This is an amazing song, every lyric reveals the true feeling when in love. Shyamal Mitra was a singer long before I was born, yet in 2022 he is still alive. My infinite thanks to the person who has uploaded this song on Youtube. Listen to this song and you will realize the range of his voice in seven scales, especially in Sanchari part. You Can listen to this song on youtube click here ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম