বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই অভিনয় করেছেন শাবনূর এবং সেই জনপ্রিয় গানগুলো লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ভুলনা আমায় সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - যেওনা যেওনা বন্ধু মনে দিয়ে ব্যাথা
🎵 গানের নাম - (যেওনা যেওনা বন্ধু
🎧 Song Credits:
🎵 গান - Jeona Jeona Bondhu
🎬 অ্যালবাম - ভুলনা আমায়
🎶 গীতিকার - ওয়াকিল আহমেদ
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - রুনা লায়লা -- এন্ড্রু কিশোর
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jeona Jeona Bondhu Song Lyrics 👇
যেওনা যেওনা বন্ধু মনে দিয়ে ব্যাথা
আদরে সোহাগে বলো ভালোবাসার কথা
যাবোনা যাবোনা আমি রবো তোমার সাথে
ভালোবাসা আদর দেবো, দেবো দিন আর রাতে
ও যেওনা যেওনা বন্ধু মনে দিয়ে ব্যাথা
আদরে সোহাগে বলো ভালোবাসার কথা! হুম...
[ছুইয়োনা ছুইয়োনা আমায় নেশা নেশা চোখে
বৃষ্টি ভেজা এ অঙ্গ কাঁপে সুখে সুখে] - ২ বার
না গো তুমি না করোনা পাগল আমার এই মন
প্রেমেরই নেশাতে ভরা যেনো মাতাল এ ক্ষণ
যেওনা যেওনা বন্ধু মনে দিয়ে ব্যাথা
আদরে সোহাগে বলো ভালোবাসার কথা
যাবোনা যাবোনা আমি রবো তোমার সাথে
ভালোবাসা আদর দেবো, দেবো দিন আর রাতে! হা...
অন্তরে আছো গো তুমি ও সাথী আমার
একটু সবুর করো না গো বউ হবো তোমার
ও অন্তরে আছো গো তুমি ও সাথী আমার
একটু সবুর করো না গো বউ হবো তোমার
সয়না তো দেরি সয়না কি যে করি কন্যা
সারা অঙ্গে এতো কেনো রূপেরই বন্যা?
ও যেওনা যেওনা বন্ধু মনে দিয়ে ব্যাথা
আদরে সোহাগে বলো ভালোবাসার কথা
যাবোনা যাবোনা আমি রবো তোমার সাথে
ভালোবাসা আদর দেবো, দেবো দিন আর রাতে
হা যেওনা যেওনা বন্ধু মনে দিয়ে ব্যাথা
আদরে সোহাগে বলো ভালোবাসার কথা! হুম...
🔊 আমার মতামত - বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন এই গানগুলা রোমান্টিক গান হিসেবে থাকবে! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️