ভারতে গজল বলতে আমরা বুঝি, ফার্সি এবং উর্দু ভাষার সংমিশ্রণে প্রনয়গীতি বা ভালোবাসার গান। আর এই বিষয়ে জনপ্রিয়তার শীর্ষে যিনি তিনি হচ্ছে মির্জা গালিব। বাংলার গালিব কিন্তু কাজী নজরুল ইসলাম।
গজল রচনা করতে গেলে ফার্সি এবং উর্দু ভাষা জানাটা বেশ প্রয়োজন। ছোটবেলায় কাকার কাছে প্রথম উর্দু ভাষার পাঠ নিয়েছিলেন কবি। হয়তো সেই ভাষা চেনার ক্ষমতাই তাঁকে পরে গজল রচনায় উৎসাহ করে তুলেছিলো।
প্রথম বিশ্বযুদ্ধে তিনি যখন সৈন্যদলে নাম লেখালেন তখন চলে গেলেন করাচী। সেখানে এক পাঞ্জাবী মৌলভীর কাছে ফার্সি কবিতা পড়তে যেতেন। সুতরাং গজলের প্রতি ভালোবাসা তার ছিলোই। আর সেটাই তাঁকে বাংলাতে গজল লেখার কাজে উদ্বুদ্ধ করেছিলো।
কাজী ছিলেন রোম্যান্টিক কবি। বাংলা ছাড়া তার স্বপ্নের দেশ ছিলো ইরান। বাংলাদেশের জল,বাতাস, বাশ, ঘাস যেমন তাঁকে বাস্তব থেকে স্বপ্নের জগতে নিয়ে যেত ঠিক তেমনি ইরান-তুরানের স্বপ্ন ভুমিকে তিনি বাস্তবে রূপান্তরিত করতে চেয়েছিলেন বাংলা কাব্যে। আর তার সেই চাওয়ারই সার্থক রুপায়ন হলো বাংলা গজল
🎵 গানের নাম - প্রিয় যাই যাই বলো না
🎧 Song Credits:
🎵 গান - Priyo Jai Jai Bolo Na
🎬 অ্যালবাম - Haimanti Shukla Bengali Songs
Priyo Jai Jai Bolo Na Song Lyrics 👇
প্রিয় যাই যাই বলো না,
প্রিয় যাই যাই বলো না।
আর ক’রো না ছলনা,
না না না...
প্রিয় যাই যাই বলো না। (x2)
আজো মুকুলিকা হিয়া মাঝে
না বলা যত কথা বাজে ,
আজো মুকুলিকা হিয়া মাঝে
না বলা যত কথা বাজে ,
অভিমানে লাজে বলা যে হ’ল না (x2)
না না না... বলো না
প্রিয় যাই যাই বলো না। (x2)
কেন শরমে বাধিল কে জানে ,
আঁখি তুলিতে নারিনু আঁখি পানে
শরমে বাধিল কে জানে।
প্রথম প্রণয় – ভীরু কিশোরী,
যত অনুরাগ তত লাজে মরি।
প্রথম প্রণয় – ভীরু কিশোরী,
যত অনুরাগ তত লাজে মরি।
এত আশা সাধ চরণে দ’লো না
আশা সাধ চরণে দ’লো না।
না না না...
প্রিয় যাই যাই বলো না,
আর ক’রো না ছলনা।
না না না...
প্রিয় যাই যাই বলো না (x3)
NOTE: এই গানটা প্রথম রেকর্ড হয়েছি ১৯৩৪ সালে। শিল্পী ছিলেন সুহাসিনী দেবী
🔊 আমার মতামত - এমন একজন কবি, এমন একজন গীতিকার, এমন একজন সুরকার আর সর্বোপরী এমন একজন মানুষ যার বিকল্প না কোনোদিন ছিল আর না কোনোদিন হবে। আমার প্রিয়
নজরুল, প্রণাম নিও ❤️