গান আর গল্প পাশা-পাশিই চলে। গান হলে ছোট হোক কিংবা বড়, একটা গল্প থাকবেই। গল্প বলতে অবশ্য গানের লাইন নয়। গানকে নিয়ে গল্প। আর তাই গানের লিরিক্স শেয়ার করতে এসে বার বার মনে হয়, গল্পগুলোই শুধু লিখি কারন যতবার আপনি গানগুলো শুনবেন ততবারই গল্প গুলো মনে পড়ে যাবে।
বাংলায় প্রথম গজল রচনা করেছিলেন নজরুল ইসলাম। ভারতে গজল আনার কৃতত্ব যদি আমির খসরুর হয়ে থাকে তাহলে বাংলায় সে কৃতিত্বের দাবিদার হচ্ছেন নজরুল আর সেজন্যই অনেকে নজরুলকে বাংলার ভগীরথ ও বলে থাকেন। কারন তিনিই প্রথম গজলের কথা ও সুর কল্লোলে বাংলাকে ভাসিয়ে ছিলেন
🎵 গানের নাম - আলগা করো গো খোপার বাঁধন
🎧 Song Credits:
🎵 গান - Alga Karo Go Khopar
🎬 অ্যালবাম - All Time Greats
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - মানবেন্দ্র মুখোপাধ্যায়
Alga Karo Go Khonpar Bandhan Song Lyrics 👇
আলগা করো গো খোপার বাঁধন,
দিল ওহি মেরা ফাস গায়ি। (x2)
আলগা করো গো খোপার বাঁধন,
দিল ওহি মেরা ফাস গায়ি (x2)
বিনোদ বেনির জরিন ফিতায় (x2)
আন্ধা ইশক মেরা কাস গায়ি। (x2)
আলগা করো গো খোপার বাঁধন,
দিল ওহি মেরা ফাস গায়ি। (x2)
তোমার কেশের গন্ধে কখন (x2)
লুকায় আসিলো লোভী আমার মন
বেহুঁশ হো কার গির পারি হাথো ম্যায়
বাজু বান্ধ ম্যায় বাস গায়ি (x2)
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি (x2)
কানেরও দুলে ওগো
কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া
আঁখ ফিরা দিয়া চোরি কার নিন্দিয়া (x2)
দেহেরও দেউরীতে বেড়াতে আসিয়া (x2)
অউর নেহি ওহ ওয়াবাপাস গায়ি (x2)
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি
🔊 আমার মতামত - যেমন লেখনী তেমন গায়কী। শুধু এমন মানসিকতার রাজনীতিবিদ যদি আমাদের থাকত এই উপমহাদেশ অন্য রকম হোত। তার মন মানসিকতা সর্বোপরি তাঁর গান কবিতা গদ্য এতই ভার্সেটাইল, তিনিই অনন্য। শ্রদ্ধেয় শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় অপূর্ব গেয়েছেন ❤️