এই পোষ্টে মায়ের অধিকার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - পিঁপড়া খাবে বড় লোকের ধন। গানটি গেয়েছেন সুবীর নন্দী এবং এন্ড্রু কিশোর
🎵 গানের নাম - পিঁপড়া খাবে বড় লোকের ধন
🎧 Song Credits:
🎵 গান - Pipra Khabe Boro Loker Dhon
🎬 অ্যালবাম - মায়ের অধিকার
🎶 গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল /মনিরুজ্জামান মনির
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - সুবীর নন্দী / এন্ড্রু কিশোর
📌 লেবেল - CD PLUS
Pipra Khabe Boro Loker Dhon Song Lyrics 👇
পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে
পিঁপড়া খাবে বড় লোকের ধন!
পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে
পিঁপড়া খাবে বড় লোকের ধন!
বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি
বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি
খুঁজতে হবে জ্বালাইয়া লন্ঠন ও সোনা রে
খুঁজতে হবে জ্বালাইয়া লন্ঠন ও সোনা রে
খুঁজতে হবে জ্বালাইয়া লন্ঠন!
সারে তিন হাত মাটি ছাড়া আ আ আ...
সারে তিন হাত মাটি ছাড়া, মইরা গেলে পাবি কি?
এতো ক্ষুধা পেটে সোনা কবর ঘরে খাবি কি?
এতো ক্ষুধা পেটে সোনা কবর ঘরে খাবি কি?
বড় লোকের ক্ষুধা এমন হিংস্র বাঘের ক্ষুধা যেমন
বড় লোকের ক্ষুধা এমন....
বড় লোকের ক্ষুধা এমন হিংস্র বাঘের ক্ষুধা যেমন
শিকার ধরে করে নিবারণ ও সোনা রে
শিকার ধরে করে নিবারণ ও সোনা রে
শিকার ধরে করে নিবারণ!
আমরা হলাম বস্তিবাসী ও ও...
আমরা হলাম বস্তিবাসী অনাদরে ফোটা ফুল
জন্ম মোদের আজন্ম পাপ নয়তো উপর ওয়ালার ভুল
জন্ম মোদের আজন্ম পাপ নয়তো উপর ওয়ালার ভুল
দুধের লাইগা শিশু কান্দে, মায়ে বুকে পাথর বান্ধে!
দুধের লাইগা শিশু কান্দে...
দুধের লাইগা শিশু কান্দে, মায়ে বুকে পাথর বান্ধে!
এই তো মোদের ভাগ্যেরই লিখন ও সোনা রে
এই তো মোদের ভাগ্যেরই লিখন ও সোনা রে
এই তো মোদের ভাগ্যেরই লিখন!
পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে
পিঁপড়া খাবে বড় লোকের ধন!
বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি
বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি
খুঁজতে হবে জ্বালাইয়া লন্ঠন ও সোনা রে
খুঁজতে হবে জ্বালাইয়া লন্ঠন ও সোনা রে
খুঁজতে হবে জ্বালাইয়া লন্ঠন!
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️