Bhije Geche Ongo (ভিজে গেছে অঙ্গ ছিড়ে গেছে শাড়ি) Lyric

খল অভিনয় করেও যে মানুষের মন জয় করা যায়, তার বড় প্রমাণ হুমায়ুন ফরিদি। এই মানুষটাকে ছোটবেলয় তার অভিনয় দেখে আমি গালি দিতাম। এখন বুঝি সে কিংবদন্তি ভিলেন। এই পোষ্টে তারই অভিনয় করা সিনেমা সুখের আশায় এর একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ভিজে গেছে অঙ্গ ছিড়ে গেছে শাড়ি

🎵 নাম - ভিজে গেছে অঙ্গ ছিড়ে গেছে শাড়ি

🎧 Song Credits: 
🎵 গান - Bhije Geche Ongo
🎬 অ্যালবাম - সুখের আশায় 

Bhije Geche Ongo Song Lyrics 👇

ভিজে গেছে অঙ্গ ছিড়ে গেছে শাড়ি
কি করে যাবো আমি বাড়ি! এই
ভিজে গেছে অঙ্গ ছিড়ে গেছে শাড়ি
কি করে যাবো আমি বাড়ি! 
আশে পাশে লোকজন করবে জ্বালাতন
এবুকে লুকাও তাড়াতাড়ি
লজ্জা! মরি একি লজ্জা! 
হায় লজ্জা, মরি একি লজ্জা! 

তোমার ভালোবাসায় বন্ধু, অসহন জ্বালা! 
মরে যাবো ভেঙ্গো নাকো লাজের ঘরের তালা 
একেলা পেয়েছি তোমায়, এই না গভীর বনে
রূপ সাগরে ডুবে মরার, স্বাদ জেগেছে মনে! 
ভীষম দরিয়া বলো কি করিয়া
দেবে গো তুমি আজ পাড়ি
ভিজে গেছে অঙ্গ ছিড়ে গেছে শাড়ি
কি করে যাবো আমি বাড়ি! এই
আশে পাশে লোকজন করবে জ্বালাতন
এবুকে লুকাও তাড়াতাড়ি
আহা! লজ্জা, মরি একি লজ্জা! 
হায় লজ্জা, মরি একি লজ্জা! 

দোহাই লাগে আমায় এত পাগল করো নাকো
অনেক বিপদ হতে পারে দূরে দূরে থাকো
শাষন বারণ শুনবো নাতো, শুনবো না তো মানা
আজকে একটু হোক না প্রেমেরন মধুর লেনাদেনা
এতটা তুমি আজ হইও নাকো নিলাজ
নিও না সবইকিছু কাড়ি
আহ! ভিজে গেছে অঙ্গ ছিড়ে গেছে শাড়ি
কি করে যাবো আমি বাড়ি! এই
আশে পাশে লোকজন করবে জ্বালাতন
এবুকে লুকাও তাড়াতাড়ি
আহা! লজ্জা, মরি একি লজ্জা! 
হায় লজ্জা, মরি একি লজ্জা!  



🔊 আমার মতামত - হুমায়ুন ফরিদি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা। সিনেমার পর্দায় তিনি অভিনয় করতেন তখন বাকি অভিনয় শিল্পীদের একেবারে বিবর্ণ লাগতো কারণ সকল দর্শকদের মনোযোগ তার উপর থাকতো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম