কাজী নজরুল ইসলামকে নিয়ে নানান বাক্তিত্ব সৃতিচারণ করেছেন। নানান কথার মাঝে যে যায়গায় সকলেই একমত হয়েছেন তা হচ্ছে - কবি মুহুর্তের মধ্যেই গান রচনা করতে পারতেন আর তাতে সুর আরোপ ও করতে পারতেন।
সে সময়ের কথা! নজরুল আকাশ বানীতে গীত ও রচয়িতা, সুরকার, সঙ্গীত শিক্ষ্যাদাতা বিভাগের কর্তা হয়ে যোগ দিয়েছেন। সেখানের একটা ঘরে বসে তিনি গান লিখতেন, সুর করতেন এবং তারপর শিল্পীদের সেই গান শেখাতেন। পরে আবার সে গান রেডিওতে প্রচার হতো।
একদিন বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘরের মধ্যে বসে আছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং কাজী নজরুল ইসলাম। বৃষ্টির জন্য কেউ বাহিরে যেতে পারছেন না। তখন কৃষ্ণ এবং ভগবদ নিয়ে আলোচনা শুরু হলো।
দু'ঘন্টা ধরে কাজী নজরুল ইসলাম শাস্ত্র নিয়ে এত কথা বললেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অবাক। শাস্ত্র নিয়ে এত পড়াশোনা তার। এই পড়াশুনা এবং জ্ঞানের প্রতিফলন বার বার তার গানে পাওয়া গেছে। কালী এবং কৃষ্ণ একাকার হয়ে গেছে তার রচনায়
🎵 গানের নাম - আমার শ্যামা মায়ের কোলে চড়ে
🎧 Song Credits:
🎵 গান - Amar Shyama Mayer Kole
🎬 অ্যালবাম - Immortal Shyamasangeet Of Kazi Nazrul
Amar Shyama Mayer Kole Chore Song Lyrics 👇
আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে, জপি আমি শ্যামের নাম।
(মা) শ্যামা মায়ের কোলে চ’ড়ে
মা হলেন মোর মন্ত্র-গুরু ঠাকুর হলেন রাধা-শ্যাম।
(মা) শ্যামা মায়ের কোলে চ’ড়ে।
ডুবে শ্যামা-যমুনাতে, যমুনাতে!
আমি খেলবো খেলা শ্যামের সাথে
(মা) শ্যাম যবে মোরে হানবে হেলা মা ফুরাবেন মনস্কাম।
মা, আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে।
আমার মনের দোতারা তে শ্যাম ও শ্যামা দুটি তার
সেই দোতারায় ঝঙ্কার দেয় ওঙ্কার রব অনিবার।
মহামায়া মায়ার ডোরে আমি আনবো বেঁধে শ্যাম-কিশোরে
(মা) কৈলাসে তাই!
(আমি) কৈলাসে তাই মাকে ডাকি দেখবো সেথা ব্রজধাম।
মা...আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে, জপি আমি শ্যামের নাম
মা, আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে
NOTE: আমি যতদূর জানি এই গানটার আদি রেকর্ডিং হয়েছিলো ১৯৩৭ সালে এবং তখন গানটি গেয়েছিলেন পণ্ডিত
জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। এবং এই গানের অ্যালবাম ছিলো "আজি নিঝুম রাতে - জননেন্দ্র প্রসাদ গোস্বামী" নামে।
🔊 আমার মতামত - কি অপূর্ব!! মন প্রাণ জুড়িয়ে গেল। আহা আহা কি গান, যেমন লেখনী তেমন গায়কী। শ্যাম এবং শ্যামা একাকার হয়ে গেল। কবি কাজী নজরুল ইসলাম বলেই বোধহয় মেলাতে পারলেন। হ্যাঁ, একমাত্র তিনিই পারেন, কারণ তিনি কবি, আমাদের প্রাণের কবি। শ্রদ্ধেয় শিল্পী অনুপ ঘোষাল অপূর্ব গেয়েছেন ❤️