ভক্তিরসের অনুভব থাকলেও কাজী নজরুল ইসলাম রচিত শ্যামা সংগীতে সাধারণের জীবন দর্শন প্রতিফলিত হয়েছে। পুর্বসূরীদের ঐতিহ্য এবং পরম্পরাকে স্বীকার করে শ্যামা সংগীত রচনা করলেও তার গানে জাগতিক সম্পর্ক গুলোই প্রধান।
ইহজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মোক্ষ চাননি। বরং এই চেনা জগতের চেনা দুঃখ, কষ্ট, অন্যায়ের প্রতিকার চেয়েছেন মায়ের কাছে। কাজী নজরুল ইসলাম ১০০ টির ও বেশি শ্যামা সংগীত রচনা করেছেন। কিছু গান চেনা কিছু গান প্রায় শোনাই যায়না।
ভাবতে অবাক লাগে, সেই সময়ে কিভাবে সমস্থ সংকীর্ণতা এবং ভেদাভেদের উর্ধে উঠে এরকম আত্মসমর্পণের গান লিখেছিলেন - কাজী নজরুল ইসলাম । আর তাই সময়কে অতিক্রম করে আজো তার গান আমাদের মুগ্ধ করে। ভাব সাগরে ডুবিয়ে অতল মাণিকের খোজ দেয়। সময়ের হাত ধরে যেহেতু চলতেই হয় তাই সময়কে তো আমাদের মানতেই হবে তাইনা?
🎵 গানের নাম - সংসারেরি দোলনাতে মা
🎧 Song Credits:
🎵 গান - Sangsareri Dolnate Maa
🎬 অ্যালবাম - মা যার আনন্দময়ী
Sangsareri Dolnate Maa Song Lyrics 👇
সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি? (x2)
আমি অসহায় শিশুর মত,
আমি অসহায় শিশুর মত ডাকি মা দুই বাহি মেলি
মা'গো... সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি?
মোর, অন্য শক্তি নাই মা তারা
মোর, অন্য শক্তি নাই মা তারা, ‘মা’ বুলি আর কান্না ছাড়া (x2)
তোরে না দেখলে কেঁদে উঠি, কোল পেলে মা হাসি খেলি।
মা...মাগো...সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি।
ও'মা...ছেলেকে তোর তাড়ন করে মায়ারূপী সৎমা এসে।
ছয় রিপুতে দেখায় মা ভয়, পাপ বর্গি এলো দেশে।
মরি ক্ষুধা তৃষ্ণাতে মা...
মরি ক্ষুধা তৃষ্ণাতে মা, শ্যামা আমায় কোলে নে মা
আমি ক্ষণে ক্ষণে
আমি ক্ষণে ক্ষণে, চমকে উঠি দয়াময়ী মা কি এলি।
মা...মাগো...সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি।
আমি অসহায় শিশুর মত ডাকি মা দুই বাহি মেলি
মা'গো... সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি?
মা...
🔊 আমার মতামত - কি অপূর্ব! মন প্রাণ জুড়িয়ে গেল। অপূর্ব নিবেদন। এই ভাবে ক'জন মাকে ডাকতে পারে? কবি কাজী নজরুল ইসলাম বলেই বোধহয় মেলাতে পারলেন। হ্যাঁ, একমাত্র তিনিই পারেন, কারণ তিনি কবি, আমাদের প্রাণের কবি। শ্রদ্ধেয় শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী ও অপূর্ব গেয়েছেন ❤️