১৩৩৩ বংগাব্দ তখন অগ্রহায়ণ মাস। কলকাতার আলফ্রেড হলে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের সেরা আকর্ষন মিশরীয় নর্তকী 'মিস ফরিদার' নাচ। নির্দিষ্ট দিনে নজরুল বন্ধুদের সাথে গেলেন অনুষ্ঠান দেখতে। সকলের সাথেই বসেছিলেন দর্শক সারিতে।
মিস ফরিদা বেশকিছু গানের সাথে নৃত্য পরিবেশন করছিলেন। তার মধ্যে একটি গজলও ছিল। গানটি ছিল- 'কিসকি খেয়রোমে নাজানি কাবরোমে দিল হিলাদিয়া' গানটির ভাব ও ভাষা কবির হৃদয়কে এতটাই প্রভাবিত করল যে গান শেষ হতেই তিনি সোজা বাড়ি চলে এলেন। টেনে নিলেন গানের খাতা আর তাতে মাত্র দুটি লাইন লিখলেন এবং রেখে দিলেন।
এরপরে দিন কতক পর গানটি সম্পূর্ণ করলেন। এই গানটিও তার রচিত গজল আঙ্গিকে বাংলা গানের অন্যতম জনপ্রিয় গান। সেই গানটির লিরিক্স ই শেয়ার করবো আজকের এই পোষ্টের মাধ্যমে
🎵 গানের নাম - আসলো যখন ফুলের ফাগুন
🎧 Song Credits:
🎵 গান - Aaslo Jakhon Phuler Phagun
🎬 অ্যালবাম - All Time Greats :- Talat Mahmood
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - তালাত মাহমুদ
Aaslo Jakhon Phuler Phagun Song Lyrics 👇
আসল যখন ফুলের ফাগুন,
গুল্-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন (x2)
বন্ধুজনে ছেড়ে যায়।
আসল যখন ফুলের ফাগুন,
মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে(x2)
না ফুটিতে দলগুলি তার, না ফুটিতে দলগুলি তার
ঝর্ল গোলাব হিম-হাওয়ায়, ঝর্ল গোলাব হিম-হাওয়ায়।
আসল যখন ফুলের ফাগুন,
পুরানো গুল-বাগ এ ধরা,
মানুষ তাহে তাজা ফুল,
ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়।
সামলে চরণ ফেলো পথিক,
পায়ের নিচে মরা ফুল আছে মিশে
এই সে ধরার গোরস্থানে এই ধূলায়।।
হল সময় – লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ (x2)
বিদায় নে তোর ঘরের কাছে দূরের বন্ধু ডাকছে আয় (x2)
আসল যখন ফুলের ফাগুন
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - কাজী নজরুল ইসলাম ই বাংলার আপামর জনগণের কবি যার অসাধারন কৃতিত্বের সাক্ষর এই গজল যা মন ছুয়ে যায় যে কারো। ❤️