গজল গীতিগুচ্ছ বুলবুলের অনেক গজল গানই সে সময়ে লোকের মুখে মুখে শোনা। সেগুলোর মধ্যে ছিল ‘বাগিচায় বুলবুলি তুই’, ‘এত জল ও কাজল চোখে’, ‘নিশি ভোর হলো জাগিয়া’, ‘ভুলি কেমনে আজো যে মনে’, 'আলগা করো গো খোঁপার বাঁধন দিল ওহি মেরা ফাস গ্যেয়ি', 'এ কোন মধুর শারাব দিলে আল আরাবি সাকি' ইত্যাদি।
এইসব গজলের পাশাপাশি নজরুল অসংখ্য প্রেমের গজলও লিখেছেন। যার মধ্যে রয়েছে- 'খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁস হয়ে রই পড়ে', 'তৌহিদেরই মুরশিদ আমার মোহাম্মদের নাম' ইত্যাদি। গজলের শেষে অনেক সময় রচয়িতা তাঁর নিজের নামের উল্লেখ করে থাকেন তবে নজরুল করেছেন কবি নামে।
নজরুল তাঁর গানে প্রাণখোলা সুরের উচ্ছাসে নানান রাগরাগিণী ভেঙেছেন এবং নতুন করে রাগরাগিণীর নামকরণও করেছেন। যেমন- বুন কুন তলা, দেবযানী, সন্ধ্যা মালতি, অরুন রঞ্জনী ইত্যাদি। এভাবেই সৃষ্টিশীল থেকেছেন যতদিন গান রচনা করেছেন আমাদের কাজী নজরুল
🎵 গানের নাম - গুল বাগিচার বুলবুলি আমি
🎧 Song Credits:
🎵 গান - Gul Bagichar Bulbuli Ami
🎬 অ্যালবাম - Jedin Labo Biday
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - অঞ্জলি মুখার্জী
Gul Bagichar Bulbuli Ami Song Lyrics 👇
গুল, বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল! হায়...
অনুরাগের লাল শারাব মোর চোখে ঝলে ঝলমল, হায়...
অনুরাগের লাল শারাব মোর চোখে ঝলে ঝলমল, হায়...
গুল বাগিচার
আমার গানের মদের ছোঁয়ায়
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
সে গান শুনে প্রেম-দীওয়ানা কবির আঁখি ছলছল, হায়... (x2)
গুল, বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল! হায়...
গুল বাগিচার
গুল, বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল! হায়...
গুল বাগিচার
লাল শিরাজী'র গেলাস হাতে, তন্বী সাকি পড়ে ঢুলে
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
লাল শিরাজী'র গেলাস হাতে, তন্বী সাকি পড়ে ঢুলে
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রং–পাগল, হায়... (x2)
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রং–পাগল, হায়... (x2)
গুল, বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল! হায়...
গুল-বাগিচার
গুল-বাগিচার
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - সাধারণ মানুষের সুখদুঃখ নজরুল ইসলাম খুবই ভালো বুঝতেন । আর উনি যে অসাধারণ সুর গুলি তৈরী করেছিলেন তা অবিশ্বাস্য। অসাধারণ এক জীবনদর্শন হলেন নজরুল ইসলাম। নিজের জীবন সংগ্রাম ই যাঁর লেখনীর উপজীব্য। আমির খসরু, মির্জা গালিব এর বাংলা ভার্সন হচ্ছেন আমাদের নজরুল ইসলাম ❤️