এই পোষ্টে জীবন নৌকা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - তুমি তো এখন আমারই কথা ভাবছো এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎵 নাম - তুমিতো এখন আমারই কথা ভাবছো
🎧 Song Credits:
🎵 গান - Tumito Ekhon Amari Kotha Vabcho
🎬 অ্যালবাম - জীবন নৌকা
🎶 গীতিকার - গুলবানু খান
🎹 সুরকার - আলম খান
🔊 শিল্পী - সাবিনা ইয়াসমিন
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tumito Ekhon Amari Kotha Song Lyric 👇
তুমি তো এখন,
তুমি তো এখন আমারই কথা ভাবছো
দু'টি চোখের তারায় শুধু আমাকেই দেখছো
তুমি তো এখন আমারই কথা ভাবছো!
দু'টি চোখের তারায় শুধু আমাকেই দেখছো
তুমি তো এখন...
আজ তুমি ছাড়া প্রতিটি ক্ষণ,
লাগে যেন এক যুগের ও মতন
আজ তুমি ছাড়া প্রতিটি ক্ষণ,
লাগে যেন এক যুগের ও মতন!
এই প্রহর গুলো জানি তুমিও গুনছো
তুমি তো এখন আমারই কথা ভাবছো
দু'টি চোখের তারায় শুধু আমাকেই দেখছো
তুমি তো এখন...
আমি হাজার কথার মালা গেঁথে,
চেয়ে আছি শুধু তোমারই পথে
আমি হাজার কথার মালা গেঁথে,
চেয়ে আছি শুধু তোমারই পথে
জানি আমার কাছে তুমি এখনি আসছো!
তুমি তো এখন আমারই কথা ভাবছো
দু'টি চোখের তারায় শুধু আমাকেই দেখছো
তুমি তো এখন...