Isshor Allah Bidhata (ঈশ্বর আল্লাহ বিধাতা জানে) Song Lyric

এই পোষ্টে আব্বাজান সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ঈশ্বর আল্লাহ বিধাতা জানে এবং গানটি গেয়েছেন কনক চাঁপা এবং মনির খান

🎵 নাম - ঈশ্বর আল্লাহ বিধাতা জানে

🎧 Song Credits: 
🎵 গান - Isshor Allah Bidhata
🎬 অ্যালবাম - আব্বাজান
🔊 শিল্পী কনক চাঁপা / মনির খান

Isshor Allah Bidhata Lyric 👇

[ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি,
তোমাকে কতখানি চাই
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি, 
তোমাকে কতখানি চাই
তোমারি প্রার্থনা ছাড়া বুকে; 
আর কোন প্রার্থনা নাই] - ২ বার 
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি, 
তোমাকে কতখানি চাই! 

যে মাটিতে বিধাতা গড়েছে আমায়;
সে মাটিতে মিশে ছিলে তুমি! 
এই মন এই প্রান তোমারি গড়া
শুধু দেহটাই যেন আমি! 
যতক্ষণ কাছে আছো আছে এ জীবন
দূরে চলে গেলে মরে যাই.....
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি, 
তোমাকে কতখানি চাই! 
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি, 
তোমাকে কতখানি চাই
তোমারি প্রার্থনা ছাড়া বুকে
আর কোন প্রার্থনা নাই.
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি, 
তোমাকে কতখানি চাই! 

একই দিনে দু'জনার জন্ম যেন,
আজ থেকে যুগ যুগ আগে
নিয়েছি আবারো জন্ম দু'জন
কাছে এলে এমনই যে লাগে
দু'চোখের মাঝে শুধু তুমি আছো
আর কিছু দেখতে না পাই
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি, 
তোমাকে কতখানি চাই
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি, 
তোমাকে কতখানি চাই
তোমারি প্রার্থনা ছাড়া বুকে
আর কোন প্রার্থনা নাই! 

ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি
তোমাকে কতখানি চাই
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি
তোমাকে কতখানি চাই
তোমারি প্রার্থনা ছাড়া বুকে
আর কোন প্রার্থনা নাই....
ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি
তোমাকে কতখানি চাই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম