Amar Sara Deho (আমার সারা দেহ) Song Lyric

এই পোষ্টে নয়নের আলো সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার সারা দেহ খেয়ো গো মাটি এবং গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর

🎵 গানের নাম -আমার সারা দেহ

🎧 Song Credits: 
🎵 গান - Amar Sara Deho
🔊 শিল্পী এন্ড্রু কিশোর

Amar Sara Deho Song Lyric 👇

আমার সারা দেহ খেয়ো গো মাটি! ও ও ও.. 
এই চোখ দু'টো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ,
মিটবে না গো, মিটবে না!
তা'রে এক জনমে ভালবেসে ভরবে না মন- ভরবে না! 
আমার সারা দেহ খেয়ো গো মাটি! ও ও ও.. 

ও'রে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না
তারে এক জনমে ভালবেসে ভরবে না মন- ভরবে না! 
আমার সারা দেহ খেয়ো গো মাটি! ও ও ও..

ও'রে, এই না ভুবন ছাড়তে হবে দু-দিন আগে পরে 
বিধি- একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে;
আমি ওই না ঘরে থাকতে একা; পারবো না গো, পারবো না
তা'রে এক জনমে ভালবেসে ভরবে না মন- ভরবে না! 
আমার সারা দেহ খেয়ো গো মাটি! ও ও ও.. 
এই চোখ দু'টো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ,
মিটবে না গো, মিটবে না!
তারে এক'জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না
আমার সারা দেহ খেয়ো গো মাটি! ও ও ও.. 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম