এই পোষ্টে পীচ ঢালা পথ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - রোদে পুড়ে পীচ গলে এই যে পথে এবং গানটি গেয়েছেন আব্দুল জব্বার
🎵 নাম - রোদে পুড়ে পীচ গলে
🎧 Song Credits:
🎵 গান - Rode Pure Pitch Gale
🎬 অ্যালবাম - পীচ ঢালা পথ
🎶 গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
🎹 সুরকার - রবিন ঘোষ
🔊 শিল্পী - আব্দুল জব্বার
Rode Pure Pitch Gale Lyric 👇
রোদে পুড়ে পীচ গলে এই যে পথে
মন পুড়ে আশা কাঁদে তারই সাথে সাথে
রোদে পুড়ে পীচ গলে এই যে পথে
কত মানুষের কত হাহাকার!
থামবে কখন তুমি বলো একবার?
রোদে পুড়ে পীচ গলে এই যে পথে!
হুম হুম হুম...
মন পুড়ে আশা কাঁদে তারই সাথে সাথে
রোদে পুড়ে পীচ গলে এই যে পথে
কত মানুষের কত হাহাকার!
থামবে কখন তুমি বলো একবার?
রোদে পুড়ে পীচ গলে এই যে পথে
হুম হুম হুম...
মন পুড়ে আশা কাঁদে তারই সাথে সাথে
রোদে পুড়ে পীচ গলে এই যে পথে
কত মানুষের কত হাহাকার!
থামবে কখন তুমি বলো একবার?
রোদে পুড়ে পীচ গলে এই যে পথে!
হুম হুম হুম...