এই পোষ্টে ফকির মজনু শাহ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - চোখের নজর এমনি কইরা এবং গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী
🎵 গানের নাম - চোখের নজর এমনি কইরা
🎧 Song Credits:
🎵 গান - Chokher Nozor Emni Koira
🎬 অ্যালবাম - ফকির মজনু শাহ
🎶 গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
🎹 সুরকার - আলাউদ্দিন আলী
🔊 শিল্পী - সৈয়দ আব্দুল হাদী
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Chokher Nozor Emni Koira Lyric 👇
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
সকল কথার মরণ হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়
চোক্ষের-ই নাম আরশি নগর
একে একে মনের খবর
চোক্ষের-ই নাম আরশি নগর
একে একে মনের খবর
সে তো কইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
এই চক্ষুতেই রোদ্রে উঠে আবার উঠে ঝড়
এই চক্ষুই আপন করে আবার করে পর
[চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়] - ২ বার
সেও সইয়া যাবে!
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে