এই পোষ্টে অমর প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার কাছে আছে ও ভাই বুট পালিশ এবং গানটি গেয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী
🎵 নাম - আমার কাছে আছে ও ভাই
🎧 Song Credits:
🎵 গান - Amar Kache Ache O Bhai
🎬 অ্যালবাম - অমর প্রেম
🎶 গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
🎹 সুরকার - সত্য সাহা
🔊 শিল্পী - মোহাম্মদ আলী সিদ্দিকী
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Amar Kache Ache O Bhai Lyric 👇
বুট পালিশ, জুতা পালিশ...
এই আমার কাছে আছে ও ভাই
হরেক রকম বুট পালিশ
আমার কাছে আছে ও ভাই
হরেক রকম বুট পালিশ
সাদা ঝকঝক, লাল টকটক
সাদা ঝকঝক, লাল টকটক
যেমন খুশি করতে পারো
ময়লা জুতোয় রঙ মালিশ
বুট পালিশ! পালিশ! পালিশ;
এক নম্বর পালিশ...
আমার কাছে আছে ও ভাই
হরেক রকম বুট পালিশ
ছোট বড় ছেলে বুড়ো সবাই এসো কাছে
এই ছোট বড় ছেলে বুড়ো সবাই এসো কাছে
দেশ-বিদেশে এই পালিশের অনেক সুনাম আছে
একবার পালিশ করে যাও নিজের চেহারা দেখে নাও
মিথ্যে হলে পয়সা ফেরত করবো না ভাই নালিশ
বুট পালিশ! পালিশ! পালিশ;
আমার কাছে আছে ও ভাই
হরেক রকম বুট পালিশ
জুতোর ময়লা ছাপ করে দিনটা করি রাত
জুতোর ময়লা ছাপ করে দিনটা করি রাত
এত খুশি তবু মোদের খুলে না বরাত
এত খুশি তবু মোদের খুলে না বরাত
বাড়ি গাড়ি নিয়ে তোমরা বাবুয়ানা
ওই বাড়ি গাড়ি নিয়ে তোমরা বাবুয়ানা
এত খেটে মেলে না ভাই মোদের পেটের দানা
সবাই বলে পালিশওয়ালা,
বোঝে না কেউ মনের জ্বালা
বেঁচে থাকলে চিনলে না ভাই মরলে খুজিবে হদিস
বুট পালিশ! পালিশ! পালিশ;
আমার কাছে আছে ও ভাই
হরেক রকম বুট পালিশ
আমার কাছে আছে ও ভাই
হরেক রকম বুট পালিশ