বাঙালীর প্রেম যেভাবে ধরা দিয়েছে বাংলা গানে তেমন আর কিছুতে নয়। এই পোষ্টে কিশোর কুমার ও আশা ভোঁসলের কন্ঠে একটা ডুয়েট গানের লিরিক্স শেয়ার করছি যেটা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর করেছেন শ্যামল মিত্র
🎵 গান - যদি হই চোর কাঁটা ঐ শাড়ির ভাঁজে
🎧 Song Credits:
🎵 গান - Jodi Hoi Chorkata Oi Sharir
🎬 অ্যালবাম - অমানুষ
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - শ্যামল মিত্র
🔊 শিল্পী - কিশোর কুমার / আশা ভোঁসলে
📌 লেবেল - Saregama Bengali
Jodi Hoi Chorkanta Song Lyrics 👇
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
দুষ্টু যে হয়, এমন কাজ তো তারই সাজে!
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
দুষ্টু যে হয়, এমন কাজ তো তারই সাজে!
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
আহ! তুমি যে কি করো জ্বালাতন করছো আমায় তুমি বড়ো
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে
দুষ্টু যে হয়, এমন কাজ তো তারই সাজে!
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
তোমার ওই দু'চোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি
তোমার ওই দু'চোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি
যদি হই কাজল তোমার ওই চোখে
আমার এই চোখের বাহার দেখবে লোকে
ভয় কি বলো হায় গো আমার লোকোলাজে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
দুষ্টু যে হয়, এমন কাজ তো তারই সাজে!
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
🔊 আমার মতামত - প্রেমে পড়তে খুব ইচ্ছে হচ্ছে আজ আবার নতুন করে। তোমার প্রেমে পড়ে, তোমার ওই দু'চোখে আমার মরন দেখেছি। আহা! কিশোর কুমার ছিলো বলে গান এর জগৎ চলছে ❤️