Bhul Shobi Bhul (ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায়) Song Lyric

Bhul Shobi Bhul

গত সংসারের বিধান সম্বন্ধে যখনি আমরা ভেবে দেখতে যাই তখনি বিশ্বরাজ্যের দুঃখ ক্যানো আছে। এই প্রশ্নই সকলের চেয়ে আমাদের সংশয়ে আন্দলিত করে তুলে। আমরা কেউ বা তাকে মানব পিতামহের আদিম পাপের শাস্থি বলে থাকি। আবার কেউ বা তাকে জন্মান্তরের কর্মফল বলে জানি কিন্তু তাতে দুঃখ তো দুঃখই থেকে যায় তাইনা? দুঃখের তত্ত্ব আর সৃষ্টির তত্ব যে একেবারে এক সংগে বাধা কারন অপুর্নতাই তো দুঃখ এবং সৃষ্টি যে অপূর্ণ

🎵 গান - ভুল সবই ভুল এই জীবনের পাতায়

🎧 Song Credits: 
🎵 গান - Bhul Shobi Bhul
🎬 অ্যালবাম - অতল জলের আহবান 
🔊 শিল্পী - সুজাতা চক্রবর্তী
📌 লেবেল - ECHO FILMS

Bhul Shobi Bhul Song Lyrics 👇

ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা,
সে ভুল.. ভুল সবই ভুল
এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা,
সে ভুল.. ভুল সবই ভুল।

প্রশ্ন করি নিজের কাছে কে আমি
কোথায় ছিলাম কোথায় যাবো এই আমি।
মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা,
সে ভুল.. ভুল সবই ভুল।

চলে গেলে ডাকবে না তো কেউ পিছু,
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।
যদি ভাবি এই আমি আর নই একা,
সে ভুল.. ভুল সবই ভুল,
এই জীবনের পাতায় পাতায় যা লেখা,
সে ভুল.. ভুল সবই ভুল।

Bhul Sobi Bhul Song Lyrics 👇

Bhul Shobi Bhul
Ei Jiboner Patay Patay Jaa Lekha
Se Bhul, Bhul Sobi Bhul
Ei Shrabone Mor Faagun Jodi Dey Dekha
Se Bhul, Bhul Sobi Bhul

Prosno Kori Nijer Kache, Ke Aami?
Kothay Chilam, Kothay Jabo Ei Aami!  
Megher Fake Ektu Chader Ooi Rekha,
Se Bhul, Bhul Sobi Bhul

Chole Gele Dakbe Na To Keu Pichu,
Sriti Aamar Thakbe Na To Aar Kichu
Jodi Vabi Aami Aar Noi Eka,
Se Bhul, Bhul Sobi Bhul
Ei Shrabone Mor Faagun Jodi Dey Dekha
Se Bhul, Bhul Sobi Bhul


আরো দেখুন -

🔊 আমার মতামত - সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরহের গান। গানের কথা আমার ঠাকুমার খুব প্রিয় ছিল। আজ মনে হয় আমার ঠাকুমার জীবনের ভাষা ছিল, যার অতি অল্প বয়সে বৈধব্য এসেছিল যদিও তিনি আমাদের সকলের খুব প্রিয় মানুষ ছিলেন। আমার বিশ্বাস এ গান ও সুর এবং অবশ্যই গায়িকা চিরস্মরণীয় হয়ে আছেন। আমারও শোনা অন্যতম সেরা গান ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম