Bidhire Ei Kheya Baibo Kato (বিধি রে এই খেয়া বাইবো কত) Song Lyric

শ্যামল মিত্র প্রযোজিত সিনেমা খেয়া। সিনেমার মিউজিক ডিরেক্টর ও তিনি নিজেই। বঙ্কিম ঘোষতরুণ কুমা,  জ্ঞানেশ মুখোপাধ্যায়মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে এই সিনেমা। ঠিক হলো হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় একটা গান থাকবে এই সিনেমাতে

শ্যামল মিত্রের বাড়িতে এলেন হেমন্ত বাবু। গানের কথা, সিচুয়েশন সব কিছু শোনার পরে হেমন্ত বাবু জিজ্ঞাসা করলেন - স্কেলটা কি রাখবে ঠিক করেছো? শ্যামল বাবু বললেন - আপনি ই বলুন। শেষের দিকে একটা ডুয়েট ছিলো শ্যামল বাবু সেই গানে জয়েন করবেন

সুরটা শোনার পরে হেমন্ত মুখোপাধ্যায় বললেন - দ্যাখো! আমাকে নিয়ে সুরের মধ্যে অত কাজ করিও না। তুমি যখন আমার সংগে জয়েন করবে তখন সেই কাজগুলো তুমিই করো না; দেখবে ভালো লাগবে। আরেকটা কথা - গানটা ছিলো খেয়া মাঝির গলায় অতএব অত কাজকর্ম ভালো লাগবে না বরং শ্যামল বাবু গাইবেন নায়কের গলায় ফলে তিনি গাইলে দৃশ্যপট দারুণ ভাবে মিলে যাবে।

কি আর করা হেমন্ত বাবুর অকাট্য যুক্তি মেনে নিলেন শ্যামল মিত্র। গানটাও বেশ জনপ্রিয় হলো এবং এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো গানের নাম - বিধিরে এই খেয়া বাইবো কত আর

🎵 গান - বিধি রে এই খেয়া বাইবো কত

🎧 Song Credits: 
🎵 গান - Bidhire Ei Kheya Baibo Kato
🎬 অ্যালবাম - খেয়া (১৯৬৭)

Bidhire Ei Kheya Baibo Kato Aar Song Lyrics 👇

ও বিধি রে বিধি রে এ এ এ
[এই খেয়া বাইব কত আর] - ২ বার 
সবাইকে পার করি আমি
আমায় কে করে পার, বিধি রে! 
[এই খেয়া বাইব কত আর] - ২ বার 

এই খেয়া আমার পিতা-মাতা, 
খেয়া আমার অন্নদাতা
খেয়া আমার পিতা-মাতা, 
খেয়া আমার অন্নদাতা
[জনম ভরেই জেনে গেলাম 
খেয়াই আমার সংসার] - ২
তবু বিধি তোমার কাছে 
একটি আমার নালিশ আছে রে
ও বিধি রে এ এ এ
[এই খেয়া বাইব কত আর] - ২ বার 

এই খেয়া আমার ঘরবাড়ি ভাই,
আকাশটা তার ছাদ। 
দিনের বেলায় সুরজ হাসে রে, 
আর নিশীথ রাতে চাঁদ।
[জোয়ার ভাটয় সুখে দুঃখে 
ধরি যে হাল হাসিমুখে] - ২ বার
কখন কাঁদি কখন হাসি আমি
কখন কাঁদি কখন হাসি
খোঁজ রাখে কে তার?
শুধু বিধি তোমার কাছে 
একটি আমার নালিশ আছে রে
ও বিধি রে এ এ এ
[এই খেয়া বাইব কত আর] - ২ বার 
বিধি রে এ এ এ এ
ও বিধি রে এ এ এ
এই খেয়া বাইব কত আর
আমায় কে করে পার, বিধি রে!


আরো দেখুন -

🔊 আমার মতামত - পৃথিবীর শ্রেষ্ঠতম কন্ঠের অধিকারী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দেশ বিদেশ ঘুরে বিভিম্ন ভাষার গান শুনেছি কিন্তু এমন কন্ঠ কারো শুনিনি, সত্যিকারের আদি পুরুষ কন্ঠ ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম