Ja Jare Ja Ja Pakhi (যা, যা রে, যা, যা, পাখি) Song Lyric
byঅনির্বাণ-
যে সমস্থ মানুষেরা চিরজীবন অক্ষয় হয়ে থেকে যাবার জন্যে এসেছেন তাঁদের কৃতীতে সে সমস্থ মানুষেরা হেরে যান না। শ্যামল মিত্র সেই সমস্থ গোত্রের মানুষদের মধ্যে একজন ছিলেন। এই পোষ্টে আমি শ্যামল মিত্রের সেই গল্পটা বলবো যখন শ্যামল মিত্র মৃত্যু শয্যায় ছিলেন
নার্সিং হোমে ভর্তি শ্যামল মিত্র। প্রায় মৃত্যু শয্যায়, ডাক্তাররা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আর বেশি সময় নেই। এই অবস্থায় হসপিটালে শ্যামল মিত্র তাঁর ঘনিষ্ঠ পার্সচর স্বপন মুখোপাধ্যায়কে বলেছিলেন - "এই হারমোনিয়াম নিয়ে আয় তো! সিস্টার দের গান শোনাবো। একটা মানুষের সংগীতপ্রিতী এর থেকে বড় প্রমান আর হয় না এই ঘটনার দুদিন পরে মারা যান শ্যামল মিত্র কিন্তু ওই জীবনী শক্তিটা চিরকাল রেখে যান তাঁর ভবিষ্যৎ প্রজন্মের গল্পের জন্যে
জীবনকে হয়তো সীমারেখা দিয়ে বেঁধে রাখা যায় কিন্তু সৃষ্টিকে বেঁধে রাখা সম্ভব নয় সেটা সময়ের গন্ডি পার করে মানুষের গন্ডি পার করে চলতে থাকে সময়ের পর সময়, উড়তে থাকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মে। এই পোষ্টে কৃতীর মত অক্ষয় একটা গানের লিরিক্স শেয়ার করবো লিখেছেন এবং সূর করেছেন সলিল চৌধুরী আর গানটি গেয়েছেন শ্যামল মিত্র
🔊 আমার মতামত - এই সব শিল্পীরা অমর তবু এঁদের জন্য আমাদের কাঁদতে হয়। মহান শিল্পী শ্যামল মিত্র কে চোখের জলেই শ্রদ্ধা জানালাম। গানটি অসাধারণ! ১৯৬২ তে সলিল-শ্যামলের অনবদ্য সৃষ্টি। পঞ্চাশ, ষাট ও সত্তর দশকে সর্বোৎকৃষ্ট বাংলা গান সৃষ্ট হয়েছিল। মা সরস্বতী, গীত রচনা, সুরারোপ এবং গায়ক গায়িকাদের তত্ত্বাবধানে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। আচ্ছা ইতিহাস কি আর ফিরে আসতে পারেনা? ❤️