Aaj Jibon Khunje Pabi (আজ জীবন খুঁজে পাবি) Song Lyric
byঅনির্বাণ-
১৯৮০ সালের ঘটনা। কোলকাতার এক জনপ্রিয় সাহিত্যিক গিয়েছেন আমেরিকা বেড়াতে ; উদ্দেশ্য দুটো - বন্ধুদের সাথে দেখা করা এবং আমেরিকা ভ্রমণ নিয়ে লেখালিখি করা। একদিন সন্ধেবেলায় নিউইয়োর্ক এর রাস্তা দিয়ে বন্ধুদের সাথে হাটতে বেরিয়েছেন।
হঠাৎ কানে এলো একটা চেনা গান। এই বিদেশে বাংলা গান দুজনেই এগিয়ে গিয়ে দেখলেন একটা প্রাইভেট কারের মিউজিক সিস্টেমে গানটা বাজছে আর একজন সাহেব মাথা দুলিয়ে দুলিয়ে গানটা শুনছেন। গানটা থামতেই তারা জিজ্ঞাসা করলেন - আপনি বাঙালি? সাহেব বললেন - NO! তাহলে এই বাংলা গান?
তখন সেই সাহেব উত্তর দিলেন - তিনি বাংলা বোঝেন না কিন্তু গানটির সুর তাঁর খুব প্রিয়! তাই অনেক খুজে এ বাঙালিকে দিয়ে গানটির ইংলিশ ট্রান্সলেট করলে নিয়েছেন আর যখনি সময় পান তখনি গানটা শুনেন। যখনি মন খারাপ হয় তখনি এই গান তাঁকে ডিপ্রেশন থেকে মুক্তি দেয়।
সাহিত্যিক এবং তাঁর বন্ধু অবাক! সুদূর ভারতের এক বাংলা গান যে এভাবে এক সাহেবকেও মাতিয়ে দিতে পারে তা কল্পনার অতীত। গায়ক বাঙালি নন জন্মসুত্রে অসমীয়া হলেও তিনি বাংলার ই গায়ক! গায়কের নাম ভূপেন হাজারিকা। যে গান শুনে ওই বিদেশি মোহিত হয়েছিলেন তা ১৯৭৮ সালের রেকর্ডে বেরিয়েছিলো। এই পোষ্টে সেই গানটির লিরিক্স শেয়ার করবো আপনার সাথে...
🔊 কিছু কথা - This inspirational song with universal appeal has so much to talk about life and its journey. Originally written & composed in Assamese by Dr. Hazarika & sung by his brother Jayanta Hazarika, the song was later translated into Bengali and became a part of the 1978 famous album "Ami Ek Jajabor"
🔊 আমার মতামত - Very very Inspirational beautiful lovely heart worming song of Legendary Singer Bhupen Hazarika. I am just listening to this beautiful mind-blowing son. I played Millions of time this beautiful Fabulous songs. I love so much this beautiful lovely song. I can say just It's simply an Inspirational song. Truly Outstanding
এই গান শুনলে মনে হয় কী সুন্দর একটি জীবন পেয়েছি। গান তো বুঝার এবং শেখার অনেক কিছুই আছে অতীত কে ভুলে ভবিষ্যৎকে নিয়ে ভাবার জন্য ইঙিত ❤️