পরিচালক রমেশ সিপ্পির প্রিয় শিল্পীদের মধ্যে একজন প্রিয় শিল্পী ছিলেন Demis Rusos তো একবার Demis Rusos একটি performance রমেশ সিপ্পির এত ভালো লেগে যায় যে তাঁর মনে হয় তার একটা সিনেমাতে এইরকম একটা গান থাকার খুব দরকার
রমেশ সিপ্পি তখন রাহুল দেববর্মণের কাছে এসে আবদার করে বসলেন Demis Rusos এর যে গানটা তিনি শুনেছেন সেই রকমই একটা গান তাঁকে বানিয়ে দিতে হবে তাঁর সিনেমার জন্যে। সিনেমার জন্যে যে সমস্থ গান ভাবা হয়েছিলো সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সে রকম যায়গা নেই কিন্তু রমেশ সিপ্পি অনড়। তাঁকে এই গানটা বানিয়ে দিতেই হবে দরকার হলে তিনি সিনেমার জন্যে নতুন কোন সিচুয়েশন তৈরি করে নেবেন।
রমেশ সিপ্পির পিড়াপিড়িতে রাহুল দেববর্মণ সেই গানটা শুনলেন সেই গানটার মত করে একটা গান হিন্দিতে তিনি তৈরি করলেন। এবার সমস্যা হলো গানটা গাইবেন কে? নতুন সুর করা গানটা অতটা সহজ নয় বেশ কঠিন। মোটামুটি একটা আলোচনা বসলো এবং শেষমেষ ঠিক হলো রাহুল দেববর্মণ ই এই গানটা গাইবেন।
গানটা গাইলেন রাহুল দেববর্মণ এবং গানটা শুনে মারাত্নক খুশি হলেন আর এই গানটা একটা গোটা সিনেমার প্রাণ হয়ে রইলো। ডেমি রুশোর - Say you love me থেকে তৈরি হলো Mehbooba Mehbooba যে গানটার জন্যে ভারতবর্ষে একটা কন্ঠই পারফেক্ট বলে মনে হয়েছিলো রমেশ সিপ্পির এবং সেটা রাহুল দেববর্মণের। সেই গায়ক এবং সুরকার রাহুল দেববর্মণের একটি গান এই পোষ্টে শেয়ার করছি