Ami Taar Thikana Rakhini (আমি তার ঠিকানা রাখিনি) Lyric

সুধীন বাবু জীবনে অনেক শিল্পী দিয়ে গান গায়িয়েছেন কিন্তু তাঁর সবচেয়ে প্রিয় শিল্পী যিনি ছিলেন তাকে দিয়ে গান গাওয়ানো হয় নি। সুধীন দাশগুপ্ত প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার

Ami Taar Thikana Rakhini
আমি তার ঠিকানা রাখিনি

একটা বিশেষ গান কিশো র কুমারের জন্য বানিয়েছিলেন তিনি কিন্তু সে গান পরে গেয়েছিলো মান্না দে যা পরবর্তী কালে সুপার হিট হয়েছিলো। সেই গানের লিরিক্স এই পোষ্টে শেয়ার করবো গানের নাম - আমি তার ঠিকানা রাখিনি

🎵 নাম - আমি তার ঠিকানা রাখিনি

🎧 Song Credits: 
🎵 গান - Ami Taar Thikana Rakhini
🎬 অ্যালবাম - Sundari Go - Romantic Hits
🔊 শিল্পী মান্না দে
📌 লেবেল - Saregama Bengali

Ami Taar Thikana Rakhini Lyric 👇

[আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি
কোথা সে জানি না, মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে] - ২ বার 
আমি...

[দূর দিনান্তের ওপারে, প্রথম রাতের আঁধারে] - ২ বার 
আজও সেই চোখের তারায়
প্রথম তারা জ্বলে! 
মন, তবু তারই কথা বলে 
তারই সাথে পথ চলে
আমি...
 
তার ছায়া তো রাখিনি ধরে, ধরার মতো ছিলো কী আর
ধূ ধূ মনের প্রান্তরে
তার ছায়া তো রাখিনি ধরে
[তাই অরণ্যে, পর্বতে অন্য মনের জগতে] - ২ বার 
আমি সেই পলাতকায়, বেঁধেছি প্রতি পলে
মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে
আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি
কোথা সে জানি না, মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...


🔊 আমার মতামত - এই গলা, সুর,ভাব, ডেডিকেশন অমর! গানটা শুনে , সত্যি সত্যিই মনে হয় , যেন একটা বাস্তব জীবন অনুভূতি। একারণেই এই সব শিল্পী রা এখনও বেঁচে আছেন, মানুষের কাছে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম