ভালো শিল্পী এবং ভালো মানুষ এই কম্বিনেশন বা যুগলবন্দীটা কিন্তু খুব রেয়ার একটা বিষয়। শ্যামল মিত্র ছিলেন সেই বিরলতম মানুষ গুলোর মধ্যে একজন। যিনি দুর্দান্ত শিল্পীর সাথে সাথে একজন বিরাট মাপের মানুষ
স্বর্ণযুগের সেই সময়ে নিয়মিত রবীন্দ্রসংগীত গাইছেন শ্যামল মিত্র। প্রায় হট কেকের মত শ্যামল মিত্রের গাওয়া রবীন্দ্রসংগীত সবাই গ্রহন করছে, ভালোবাসছে এবং কিনছেন। সে সময়ের জনপ্রিয়তা তাঁর তখনো ছিলো এখনো আছে। শ্যামল মিত্রের গাওয়া সমস্থ রবীন্দ্রসংগীতের পুরনো রেকর্ড থেকে মোট ১৪ টা রবীন্দ্রসংগীত নিয়ে ১৯৮৯ সালে একটা ক্যাসেট বেরিয়ে ছিলো - তুমি একটু কেবল বসতে দিও কাছে এই নামে
শ্যামল মিত্রের রবীন্দ্রসংগীতের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সেই ক্যাসেটটা রিলিজ করা হয়েছিলো। শুধু এখানেই শেষ নয় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য তাসের দেশ এতটাই জনপ্রিয় হয়েছিলো যে তৎকালীন যুগে HMV এর পক্ষ থেকে সে রেকর্ডটাকে পরে যেটা ক্যাসেট হিসেবেও প্রকাশিত হয়েছে সেখানে অংশ নেয়া সমস্থ গায়ক-গায়িকাদের রৌপ্যপদক দেয়া হয়েছিলো
তাসের দেশ পরিচালনায় ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শৈলেন মুখোপাধ্যায়। শ্যামল মিত্রের গাওয়া রবীন্দ্রসংগীত এতটা জনপ্রিয় অথচ এই শ্যামল মিত্র একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলো যে তিনি আর কখনোই রবীন্দ্রসংগীত গাইবেন না
এর অবশ্য একটা কারন রয়েছে - একবার এক বন্ধু-বান্ধবের পার্টিতে ঠাট্টা ইয়ার্কি চলছে, গল্প-গুজব চলছে, সবাই মজা করছে তো সেখানে শ্যামল মিত্রের এক অত্যন্ত কাছে বন্ধু রবীন্দ্রসংগীতের একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত শিল্পী হঠাৎ শ্যামল মিত্রের সামনে একটা চেয়ার নিয়ে বসলেন
বসে শ্যামল মিত্রের হাতটা ধরে বললেন - "তুই তো আধুনিক বাংলা গানে খ্যাতির শিখড়ে পৌছে গেছিস তাঁর উপর রবীন্দ্রসংগীত গেয়ে ক্যানো আমাদের ভাত মারছিস?" শ্যামল মিত্র তখন চুপ করে কথাগুলো শুধু শুনলেন এবং কথাগুলি যেন সেদিন তাঁর হৃদয়কে স্পর্শ করে গেলো। একটা মুহুর্তের জন্যে তাঁর চোখটা ছল ছল করে উঠলো। পরে তিনি সেই শিল্পীকে জবাব দিলেন যে - "তোর কথা আমি রাখবো আমি আর রবীন্দ্রসংগীত গাইবো না"
এটা শুধু কথার কথা ছিলো না ভীষ্মের পতিজ্ঞার মতোই নিজের কথায় অটল ছিলেন শ্যামল মিত্র তারপর থেকে তিনি একবার ও রবীন্দ্রসঙ্গীত গান নি। শ্যামল মিত্রের গাওয়া কোন রবীন্দ্রসংগীত আর নতুন করে রেকর্ড করা হয়নি। এরপরে বার বার অনুরোধ করা সত্তেও শ্যামল মিত্র অনড় থেকেছেন যে - তিনি আর কখনোই রবীন্দ্রসংগীত গাইবেন না