উত্তম কুমারের সাথে মারাত্নক বন্ধুত্ব ছিলো শ্যামল মিত্রের। একেবারে তুই-তোকারি সম্পর্ক যখন তখন বাড়ীতে যাওয়া এমনকি উত্তম কুমার একবার নৈহাটিতে শ্যামল মিত্রের বাড়ীতেও চলে গিয়েছিলেন না বলে কয়ে। তো সেখানে গিয়ে উত্তম কুমার এবং শ্যামল মিত্র একই সংগে একই থালায় ভাত খেয়েছেন তাও একেবারে ঘরোয়া উপায়ে মানে বাড়ীতে হয়তো মাখন ভাত আলুসিদ্ধ এই সমস্থ দিয়ে তারা খাবার খেয়েছেন এরকম দিন ও গেছে
এমন এক অভিন্ন হৃদয়ের বন্ধুর মৃত্যুর পর শ্যামল বাবু খুব কষ্ট পেয়েছিলেন। উত্তম কুমার চলে যাবার পর গীতিকার শ্যামল গুপ্তের কাছে এসে শ্যামল মিত্র একবার বলেছিলেন - "উত্তম চলে গেছে! তুই একটা গান লিখে দিবি?"
উত্তম কুমারের জন্যে শ্যামল গুপ্ত একটা গান লিখে দিয়েছিলেন শ্যামল মিত্রকে যে গান রেকর্ড করেছিলেন শ্যামল মিত্র তাঁর প্রাণ প্রিয় বন্ধু উত্তম কমারেরর জন্যে। সেই গানের প্রথম লাইন ছিলো - "বন্ধু আমার চলে গেছে পৃথিবী থেকে" এই পোষ্টে আমি সেই অসামান্য বেদনাশীল আতর্নাদের গানের লিরিক্স শেয়ার করবো আপনার সাথে