তুমি যখন চলে গেলে তখন দুই-পহর। সুর্য তখন মাঝ গগনে, রৌদ্র খরতর। ঘরের কর্ম সাঙ্গ করে ছিলেম তখন একলা ঘরে, আপন-মনে বসে ছিলেম বাতায়নের 'পর। তুমি যখন চলে গেলে তখন দুই-পহর। দু'টি ঘুঘু সারাটা দিন ডাকতেছিল শ্রান্তিবিহীন, একটি ভ্রমর ফিরতেছিল কেবল গুন্গুনিয়ে। চৈত্র মাসের নানা খেতের নানা বার্তা নিয়ে। তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতর গ্রাম। ঝাউশাখাতে উঠতেছিল শব্দ অবিশ্রাম
আমি শুধু একলা প্রাণে, অতি সুদূর বাঁশির তানে গেঁথেছিলেম আকাশ ভ'রে একটি কাহার নাম। তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতর গ্রাম। পড়ছিলেন রবিন্দ্রনাথের "বিরহ" কবিতা। শিলাইদহে কবির রচনা ২১শে জ্যৈষ্ঠ ১৩০৭
🎵 গান - যাবার বেলায় পিছু থেকে
🎧 Song Credits:
🎵 গান - Jabar Bela Pichhu Theke
🎬 অ্যালবাম - অদ্বিতীয়া(১৯৬৮)
📌 লেবেল - Saregama Bengali
Jabar Bela Pichhu Theke Song Lyrics 👇
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বল কাঁদালে আমায় (২ বার)
আমার এ মন বুঝি মন নয়
আমার এ মন বুঝি মন নয়
যাবার বেলায়...
হাসি আর গানে গানে এতো দিন, ফুল ফোটানোর খেলা চলেছিল (২ বার)
যে কাটা রয়েছে বিঁধে মরমের মাঝে, তার কথা মন ভুলেছিল
ব্যাথায় ব্যাথায় তাকে মনে পড়ে যায়
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বল কাঁদালে আমায়
যাবার বেলায়...
স্মৃতির আকাশ থেকে কোনোদিন, হয়তো আমায় তুমি মুছে দেবে (২ বার)
স্বপ্নের রঙ্গে যত ছবি আঁকা হল, চোখের জলেতে ভেসে যাবে
যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয়।
যাবার বেলায়...
পিছু থেকে ডাক দিয়ে কেন বল কাঁদালে আমায় যাবার বেলায় (২)
🔊 আমার মতামত - জীবনের অনেক না বলা কথা এই অসাধরণ গানটিতে খুঁজে পাই। অপূর্ব সুরসৃষ্টি, অপূর্ব কন্ঠস্বর, অপূর্ব ভাব, অপূর্ব উপস্থাপন। অজান্তেই গানটির সাথে একাত্ম হয়ে যেতে হয়। "স্মৃতি র আকাশ থেকে কোনোদিন হয়তো আমায় তুমি মুছেই দেবে" আহা ❤️