Aha Oi Anka Baka Je Path (আহা ওই আঁকা বাঁকা যে পথ) Lyric
byঅনির্বাণ-
শ্যামল মিত্রের অভ্যেস ছিলো বিছানায় শুয়ে শুয়ে গল্প উপন্যাস পড়ার। তাঁর মা বলতেন তেলে জলে বাঙালির পরমায়ু। মায়ের কথায় প্রতিদিন শ্যামল মিত্র গায়ে তেল মেখে স্নান করতো। সকালে খেতেন দু-পিচ টোষ্ট আর চা আর দুপুর বেলা যেখানেই থাকুন পেট ভরে ভাত খেতেই হবে। এটাই ছিলো তাঁর নিত্যদিনের অভ্যেস আর ছিলো অকৃত্রিম মাতৃভক্তি
Rheumatoid Arthritis এর কারনে হাটতে চলতে পারতেন না শ্যামল মিত্রের মা। বহু চেষ্টা করেও তাঁর মায়ের সেই অসুখ সারানো যায় নি। শ্যামল মিত্রের বাবা ছিলেন সাধন কুমার মিত্র ছিলেন বিধানচন্দ্র রাযয়ের ছাত্র। বাবার অনুরোধে ডাক্তার রায় তাঁদের বাড়ীতে গিয়েছিলেন তাও শ্যামল বাবুর মা পুরোপুরি সেরে উঠেন নি।
সেই মা ছিলেন শ্যামল মিত্রের চিরকালের ধাঁর। তো সেই মা কিন্তু শ্যামল মিত্রের নিয়মিত গানের সমালোচনাও করতেন। যখনি কোন রেকর্ড বের হতো তখন সেই রেকর্ডের স্যাম্পল কপির সাদা খামটা শ্যামল মিত্র নিয়ম করে তাঁর মায়ের কাছে পৌছে দিতেন। সেই সমস্থ গান শুনে তাঁর মা কি মন্তব্য করতেন সেগুলো শুনতেন।
তাঁর মা মাঝে মাঝে হয়তো বলতো - এটা ভালো হয়েছে, ওই গানটা অতোটা ভালো হয়নি। শ্যামল মিত্র হয়ে যাবার পরেও মায়ের সেই সমস্থ সমালোচনা তিনি মন দিয়ে শুনতেন। তখন কাজের সূত্রে বাহিরে থাকতে হয় কিন্তু বুধবার হলেই নৈহাটিতে শ্যামল মিত্র বাড়ীতে যাবেন ই। কোন এক অদৃশ্য যাদু বলে প্রতি বুধবার শ্যামল মিত্রের গাড়ি খুজে নিতো আকাবাকা সেই পথ যেটা তাঁর বাড়ীর দিকে যায়...
🔊 আমার মতামত - শ্যামল মিত্র ভীষণ প্রিয় শিল্পী। ভিষন মায়াবী মিষ্টি গলা আর সলিল চৌধুরীর সুর তো তুলনাহীন। প্রানাধিক প্রিয় গান; মনে হয় কোন স্বপ্নের মতো সুন্দর গানটা এখনো শুনলে অন্তর্নিহিত শরীর আনন্দে ভরে ওঠে। আর মনে হয় হবে না এই সব কালজয়ী গান ❤️