এই পোষ্টে Indrani সিনেমার এক্যটি গানের লিরিক্স শেয়ার করবো - যেটা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর করেছেন নচিকেতা ঘোষ গানের নাম - নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়
📌 লেবেল - Saregama Bengali
Neer Chhoto Khoti Nei Song Lyrics 👇
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
হে মন বলাকা মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
চাঁদেরও আখরে ঐ আকাশেরও গা'য়
চাঁদেরও আখরে ঐ আকাশেরও গা'য়
যেন পালক লেখনি তব
প্রেমেরও কবিতা লিখে যায়।
সুদুর পিয়াসী পাখা, কাঁপে থর থর
হে মন বলাকা মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও
মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও
তব ঐ দুটি ভীরু চোখে
ভূবনেরে নাও ভরে নাও
তাই দিয়ে আপনারে সুন্দর করো
হে মন বলাকা মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
হে মন বলাকা মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
🔊 আমার মতামত - আহা! চিরদিনের গান; গীতা দত্ত আর হেমন্ত মুখোপাধ্যায় কি অসাধারণ যে গেয়েছেন তা প্রকাশ করা যায় না ❤️