স্বর্ণযুগের সেই সময়টাতে বাংলা সিনেমার জন্য অন্যতম শিল্পী ছিলেন শ্যামল মিত্র। প্রায় হট কেকের মত শ্যামল মিত্রের গান গুলোকে মানুষ সাদরে গ্রহণ করছে, ভালোবাসছে এবং কিনছেনও। তখনো তাঁর সেই জনপ্রিয়তা ছিলো এখনো আছে। শ্যামল মিত্র একের পর এক হিট গানের সাক্ষী থেকেছি আমরা। শ্যামল মিত্রের রেকর্ড বের হওয়া মানেই সেলিং লাই হট কিচুরি
জীবনকে হয়তো সীমারেখা দিয়ে বেঁধে রাখা যায় কিন্তু সৃষ্টিকে বেঁধে রাখা সম্ভব নয় সেটা সময়ের গন্ডি পার করে মানুষের গন্ডি পার করে চলতে থাকে সময়ের পর সময়, উড়তে থাকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মে
🎵 গান - সে দিনের সোনা ঝরা সন্ধ্যা
🎧 Song Credits:
🎬 অ্যালবাম - Chayanika Volume 2
📌 লেবেল - Saregama Bengali
Sediner Sonajhara Sandhya Song Lyrics 👇
সেদিনের সোনাঝরা সন্ধ্যা
আর এমনি মায়াবী রাত মিলে
দু'জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কিবা দিলে
সেদিনের সোনাঝরা সন্ধ্যা
মনের সোনার রঙে রাঙায়ে
নিজেরে নিয়েছি আমি সাজায়ে
জানি না তো কি যে তুমি দিয়েছো
গোপনেই তুমি কিবা নিলে
দু'জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কিবা দিলে
অস্ত গোধুলী যবে
মায়ারাতে ফুল ঐ ফোটে
তেমনি করেই জানি হৃদয় পাত্র মোর
অনেক সুধায় ভরে ওঠে
কাজল ব্যথার মেঘ ঝরায়ে
আলোয় ভুবন দিলে ভরায়ে
এ কথা যেমন করে জেনেছি
তুমিও কি তাই জেনেছিলে
দু'জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কিবা দিলে
সেদিনের সোনাঝরা সন্ধ্যা
আর এমনি মায়াবী রাত মিলে
দু'জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কিবা দিলে
আরো দেখুন -
🔊 আমার মতামত - এই সব কালজয়ী গানের মধ্যেই রয়েছে সারা জীবনের ভালো বাসার আদান প্রদানের পদ্ধতি। এ গান আমি যতবার শুনি মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়ে, বার বার ভাবতে ইচ্ছে করে আজও আমি কি ছেলেবেলার সেই সব দিনের শ্যামল মিত্রের গানের স্মৃতি সঞ্চয় করে বুকে ভরে রেখেছি। "সোনাঝরা সন্ধ্যায়" এ গানের মাধুর্য্য যেন মোহাবিষ্ট করে কোনো এক অজানা সূরলোকে নিয়ে যায় ❤️