সম্ভবত সেই প্রথম শ্যামল মিত্র মহানায়ক উত্তম কুমারের লিপে গান গাইবেন। গানের রেকর্ডিং চলছে, সংগীত পরিচালক হিসেবে রয়েছেন রবিন চট্টোপাধ্যায়। রেকর্ডিং চলছে সমস্থ মিউজিশিয়ানরা একদিকে বাজনা বাজিয়ে যাচ্ছেন আর শ্যামল মিত্র মুখে কোন রকম অভিব্যাক্তি না এনে গেয়ে চলেছেন
গানটা শেষ হতে না হতেই রবি বাবু তিনি বললেন - "শ্যামল! গানটার সুর আর কথা তো অন্যরকম তুই গাইবার সময়ে একটু মজা করে গা না"। আসলে রবিন চট্টোপাধ্যায় চিন্তিত ছিলেন যেভাবে মুখে কোন অভিব্যাক্তি দেখা যাচ্ছে না শ্যামল মিত্রের পর্দাতে যখন গানটা উত্তম কুমারের লিপে চলবে তখনো বোধয় মনে হবে যে - গানটাতে তেমন এক্সপ্রেশন নেই তাই তিনি শ্যামল মিত্রকে গানটা একটু মজা করে গাইতে বলেছিলেন
রবি বাবুর এই কথা শুনে শ্যামল মিত্র রাগ করলেন না, বিরক্ত হলেন না, মুখে একটুও বলীরেখা, ভাজ দেখা গেলো না। তিনি তখন খুব শান্তভাবে রবিন চট্টোপাধ্যায় কে বললেন - "আমি যেভাবে গাইছি সেটা একদম ঠিক আছে! যেটা করছি সেটা টেক করুন পরে দেখবেন সব ঠিক আছে"
রবি বাবুর তেমন কিছু বললেন না সামান্য একটু হাসলেন এবং পরবর্তীতে পর্দায় যখন গানটা দেখা গেলো, যখন উত্তম কুমারের লিপে গানটা গাওয়া হলো বাংলার লক্ষ লক্ষ দর্শক এখনো অব্দি যখন গানটা দেখেন (গানটাও শুনেছেন বহুবার) প্রত্যোকের মনে হয় আহা! কি দুর্দান্ত এক্সপ্রেশন দিয়েছেন শ্যামল মিত্র, এরকম এক্সপ্রেশন তো হয়না। এরকম এক আশ্চর্য জীবন ভঙ্গিতে গ্রেসফুল্লিতে গানটা গেয়েছেন শ্যামল মিত্র
সাগরিকা সিমেনার সেই বিখ্যাত গানটা ছিলো - "আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর ১৩ নদী পাড়ে" হ্যা এই গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টের মাধ্যমে...