Hoiyache Hoiyache Vuter (হইয়াছে হইয়াছে ভূতের খবর হইয়াছে) Lyrics

এই পোষ্টে সংসারের সুখ দুঃখ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - হইয়াছে হইয়াছে ভূতের খবর হইয়াছে। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর

🎧 Song Credits: 
অ্যালবাম - সংসারের সুখ দুঃখ
সুরকার আলম খান
শিল্পী এন্ড্রু কিশোর 

Hoiyache Hoiyache Vuter Song Lyrics 👇

হইয়াছে হইয়াছে ভূতের খবর হইয়াছে

[হইয়াছে হইয়াছে ভূতের খবর হইয়াছে
আমড়া গাছের দামড়া ভুতে তোরে পাইয়াছে 
আমি ওঝা আইসা গেছি আর তো কোন চিন্তা নাই
এবার ভুতের হইবোরে ধোলাই, 
মাইরের উপর কোন ওষুধ নাই] - ২ বার 

[শুকনা মরিচ পোড়া দিয়া ধরো ভুতের নাকে 
আচ্ছা মত চালাও ঝাটা ওই বেটার ই পিঠে] - ২ বার
মারো ঝাটা, মারো ঝাটা... 
মারো ঝাটা, মারো ঝাটা... 
ঝাটা চালান দিলাম এবার 
ঝাটা চালান দিলাম এবার দামড়া ভুতের রক্ষা নাই 
এবার ভুতের হইবোরে ধোলাই, 
মাইরের উপর কোন ওষুধ নাই
হইয়াছে হইয়াছে ভূতের খবর হইয়াছে
আমড়া গাছের দামড়া ভুতে তোরে পাইয়াছে 
আমি ওঝা আইসা গেছি আর তো কোন চিন্তা নাই
এবার ভুতের হইবোরে ধোলাই, 
মাইরের উপর কোন ওষুধ নাই

[দশ বারো শের কাঁচা গোবর পানি তিরিশ লোটা 
মুষ্টি দুয়েক লবন দিয়ে দে রে এবার ঘুটা] 
দে ঘুটা, দে ঘুটা...
গোবর স্যালাইন ছাড়া ভুতের   
গোবর স্যালাইন ছাড়া ভুতের আর তো কোন দাওয়াই নাই 
এবার ভুতের হইবোরে ধোলাই, 
মাইরের উপর কোন ওষুধ নাই
হইয়াছে হইয়াছে ভূতের খবর হইয়াছে
আমড়া গাছের দামড়া ভুতে তোরে পাইয়াছে 
আমি ওঝা আইসা গেছি আর তো কোন চিন্তা নাই
এবার ভুতের হইবোরে ধোলাই, 
মাইরের উপর কোন ওষুধ নাই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম