Kagoje Likhini Kolome (কাগজে লিখিনি কলমে লিখিনি) Song Lyrics

এই পোষ্টে সেই রাজা গুন্ডা সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কাগজে লিখিনি কলমে লিখিনি। গানটি গেয়েছেন খালিদ হাসান মিলু এবং রুনা লায়লা

🎧 Song Credits: 
অ্যালবাম - রাজা গুন্ডা
সুরকার আলী হোসেন

Kagoje Likhini Kalome Song Lyrics 👇

কাগজে লিখিনি, কলমে লিখিনি
হৃদয়ে লিখেছি নাম শুধু তোমারই নাম
হৃদয়ে লিখেছি নাম বন্ধু তোমারই নাম
তুমি ছাড়া আমি চাইনা পৃথিবী 
জীবনে দিয়েছি দাম শুধু প্রেমেরই দাম
জীবনে দিয়েছি দাম শুধু প্রেমেরই দাম

ও... বুকের মাঝে যে কথাটি ছিলো গোপনে লুকানো 
আমি বলি তুমি শোনো! 
বুকের মাঝে যে কথাটি ছিলো গোপনে লুকানো 
আমি বলি তুমি শোনো! 
জানি শুধু এই কথাটি, তুমি আছো, আমি আছি 
আর সবকিছু ভুলে গেলাম! 
কাগজে লিখিনি, কলমে লিখিনি
হৃদয়ে লিখেছি নাম শুধু তোমারই নাম
হৃদয়ে লিখেছি নাম বন্ধু তোমারই নাম

ও... তোমায় দেখার পরে আমর স্বপ্ন দেখা শুরু হলো
সবি যেন লাগে ভালো! 
তোমায় দেখার পরে আমর স্বপ্ন দেখা শুরু হলো
সবি যেন লাগে ভালো! 
তোমার মতো আমারও তো মনে অসুখ জাগে কতো
নতুন এক জীবন পেলাম! 
তুমি ছাড়া আমি চাইনা পৃথিবী 
জীবনে দিয়েছি দাম শুধু প্রেমেরই দাম
জীবনে দিয়েছি দাম শুধু প্রেমেরই দাম
কাগজে লিখিনি, কলমে লিখিনি
হৃদয়ে লিখেছি নাম শুধু তোমারই নাম
হৃদয়ে লিখেছি নাম বন্ধু তোমারই নাম

তুমি ছাড়া আমি, চাইনা পৃথিবী 
কাগজে লিখিনি, কলমে লিখিনি
হৃদয়ে লিখেছি নাম বন্ধু তোমারই নাম
হৃদয়ে লিখেছি নাম বন্ধু তোমারই নাম


🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম