এই পোষ্টে সেই ঘর দুয়ার সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - মা আমার মা তুমি আমার মা গানটি গেয়েছেন আগুন এবং আঁখি আলমগীর
🎧 Song Credits:
শিল্পী - আগুন / আঁখি আলমগীর
Tomar Abba K Bolo Song Lyrics 👇
তোমার আব্বাকে বলো আম্মাকে বলো
[তোমার আব্বাকে বলো আম্মাকে বলো
তোমার বিয়ের বয়স যে হলো
আমার সাথে হবে তোমার,
ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো] - ২ বার
দু'জনে হলো ভালোবাসা চুপি চুপি মেলামেশা
হলো যে কত চেনা জানা মনে মনে লেনাদেনা
দু'জনে হলো ভালোবাসা চুপি চুপি মেলামেশা
হলো যে কত চেনা জানা মনে মনে লেনাদেনা
আমাকে তোমার সাথে মানাবে ভালো
ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো
তোমার আব্বাকে বলো আম্মাকে বলো
তোমার বিয়ের বয়স যে হলো
আমার সাথে হবে তোমার,
ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো
পড়াবে কবে বলো মালা একা থাকা বড় জ্বালা
দু'জনে হবে কথা বলা গানে গানে সারাবেলা
পড়াবে কবে বলো মালা একা থাকা বড় জ্বালা
দু'জনে হবে কথা বলা গানে গানে সারাবেলা
জ্বালাবো তোমার ঘরে সুখেরি আলো
ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো
[তোমার আব্বাকে বলো আম্মাকে বলো
তোমার বিয়ের বয়স যে হলো
আমার সাথে হবে তোমার,
ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো] - ২ বার
🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️