এই পোষ্টে ধাওয়া সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের নাম - তুমি গ্রেফতার হয়ে গেছো আমার দু'টি চোখের তাঁরায়
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / কুমার বিশ্বজিৎ
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tumi Greftar Hoye Song Lyrics 👇
[তুমি গ্রেফতার, হয়ে গেছো
আমার দু'টি চোখের তাঁরায়] - ২ বার
আর জামিন পাবে নাকো
কোন মতে কোন ধাঁরায়
[যদি দাও গো, মৃত্যুদণ্ড
যদি দাও গো আমায় ফাঁসি] - ২ বার
আমি ফাঁসির মঞ্চে উঠে
বলবো তোমায় ভালোবাসি
তুমি গ্রেফতার, হয়ে গেছো
আমার দু'টি চোখের তাঁরায়
[মোদের একি মাটি দিয়ে
গরেছে ঐ কর্ম কারে
দু'টি দেহ একটি আত্মা
দু'টি দেহেরি মাঝারে] - ২ বার
আবার জন্ম নিয়ে যেন
এসেছি হা এই না ধরায়
[তুমি গ্রেফতার, হয়ে গেছো
আমার দু'টি চোখের তাঁরায়] - ২ বার
আর জামিন পাবে নাকো
কোন মতে কোন ধাঁরায়
তুমি গ্রেফতার, হয়ে গেছো
আমার দু'টি চোখের তাঁরায়
[তোমায় দেখলে বন্ধু আমার
চিরকালের চেনা লাগে
তোমায় যেন দেখিয়াছি
আমার জন্মের অনেক আগে] - ২ বার
আমি মরে যাবো তুমি
যদি যাও গো কোনো হারায়
[তুমি গ্রেফতার, হয়ে গেছো
আমার দু'টি চোখের তাঁরায়] - ২ বার
আর জামিন পাবে নাকো
কোন মতে কোন ধাঁরায়
[যদি দাও গো, মৃত্যুদণ্ড
যদি দাও গো আমায় ফাঁসি] - ২ বার
আমি ফাঁসির মঞ্চে উঠে
বলবো তোমায় ভালোবাসি
তুমি গ্রেফতার, হয়ে গেছো
আমার দু'টি চোখের তাঁরায়
🔊 আমার মতামত - সোনালী শৈশব থেকে যৌবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্য ছুঁয়ে যাবে তবুও শুনার এতটুকু আগ্রহ কমবে না। কিছু জিনিস অনবদ্য হিসেবে সারাজীবন থেকে যাবে ❤️