O Tor Antore (ও তোর অন্তরে বসতি কইরা) Song Lyrics

এই পোষ্টে ধাওয়া সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের নাম - ও তোর অন্তরে বসতি কইরা

🎧 Song Credits: 
অ্যালবাম - ধাওয়া 

O Tor Antore Song Lyrics 👇

[ও তোর অন্তরে বসতি কইরা
থাকবো চিরকাল প্রানও সজনী,
প্রানও সজনী!] - ২ বার  
তুই যে আমার প্রানও মন আমার ভাগ্যেরই
লিখন তুই যে চন্দ্র সূর্য তারা দিন রজনী
ও তোর অন্তরে বসতি কইরা
থাকবো চিরকাল প্রানও সজনী,
প্রানও সজনী! 

[আমি ধর্ম কর্ম ভুইলা করি তোরই অন্বেষণ
তোরই প্রেমের যিকির বুকে হয়রে সর্বক্ষণ] - ২ বার   
তুই যে আমার দুই চোক্ষেরই মণি 
[ও তোর অন্তরে বসতি কইরা
থাকবো চিরকাল প্রানও সজনী,
প্রানও সজনী!] - ২ বার 
তুই যে আমার প্রানও মন আমার ভাগ্যেরই
লিখন তুই যে চন্দ্র সূর্য তারা দিন রজনী
ও তোর অন্তরে বসতি কইরা
থাকবো চিরকাল প্রানও সজনী,
প্রানও সজনী!

[ও তোর একটি বিন্দু ভালোবাসা সাত সাগরের জল
আমি হইলাম জীবন বৃক্ষ তুই যে প্রানের ফল] - ২ বার 
তুই যে আমার এই বুকেরই ধ্বনি 
[ও তোর অন্তরে বসতি কইরা
থাকবো চিরকাল প্রানও সজনী,
প্রানও সজনী!] - ২ বার 
তুই যে আমার প্রানও মন আমার ভাগ্যেরই
লিখন তুই যে চন্দ্র সূর্য তারা দিন রজনী
ও তোর অন্তরে বসতি কইরা
থাকবো চিরকাল প্রানও সজনী,
প্রানও সজনী! 


🔊 আমার মতামত - সোনালী শৈশব থেকে যৌবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্য ছুঁয়ে যাবে তবুও শুনার এতটুকু আগ্রহ কমবে না। কিছু জিনিস অনবদ্য হিসেবে সারাজীবন থেকে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম