Jibone Prothom Jare (জীবনে প্রথম যারে) Song Lyrics

২০০৫ সালে রিলিজ হওয়া সিনেমা বাধা একটি বাংলাদেশী প্রণয়ধর্মী সিনেমা। ২০০৪ সালে রিলিজ পাওয়া তেলুগু সিনেমা আর্য এর পুনঃনির্মাণ। এই পোষ্টে এই সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নামা - জীবনে প্রথম যারে যেটি লেখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

🎧 Song Credits: 

Jibone Prothom Jare Song Lyrics 👇

[জীবনে প্রথম যারে লেগেছে ভালো 
যে আমার এই বুকে প্রানেরই আলো
সে আর কেউ নয় শুধু যে তুমি
বলছি তোমায় গানে গানে] - ২ বার 
জীবনে প্রথম যারে লেগেছে ভালো 

[এ বুকে কান পেতে শোনো
এ হৃদয় কি বলে হায়
বন্ধ হয়ে যাবে চিরতরে
তোমাকে যদি হারায়] - ২ বার 
জীবনে প্রথম যারে লেগেছে ভালো 
যে আমার এই বুকে প্রানেরই আলো
সেই আর কেউ নয় শুধু যে তুমি
বলছি তোমায় গানে গানে
জীবনে প্রথম যারে লেগেছে ভালো  

[এই চোখে চোখ রেখে দেখো
কি বলে চোখ ইশারায়
অন্ধ হয়ে যাবে চিরতরে
তোমাকে যদি হারায়] - ২ বার 
জীবনে প্রথম যারে লেগেছে ভালো 
যে আমার এই বুকে প্রানেরই আলো
সেই আর কেউ নয় শুধু যে তুমি
বলছি তোমায় গানে গানে
জীবনে প্রথম যারে লেগেছে ভালো  


🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিক!মিস করি গানগুলোকে। হৃদয় ছুঁয়ে যায়। এ  গানে রিয়াজের থেকে শাকিব খানকে বেশী হ্যান্ডসাম লেগেছে। শাকিব খান এমনি এমনি সুপারস্টার হয় নি। নিশ্চয়ই তার গুন ছিলো তাই সেই গুনে গুণান্বিত করতে পেরেছে কোলকাতার পরিচালকরা ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম