২০০৫ সালে রিলিজ হওয়া সিনেমা বাধা একটি বাংলাদেশী প্রণয়ধর্মী সিনেমা। ২০০৪ সালে রিলিজ পাওয়া তেলুগু সিনেমা আর্য এর পুনঃনির্মাণ। এই পোষ্টে এই সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নামা - জীবনে প্রথম যারে যেটি লেখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎧 Song Credits:
শিল্পী - সামিনা চৌধুরী / মনির খান
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jibone Prothom Jare Song Lyrics 👇
[জীবনে প্রথম যারে লেগেছে ভালো
যে আমার এই বুকে প্রানেরই আলো
সে আর কেউ নয় শুধু যে তুমি
বলছি তোমায় গানে গানে] - ২ বার
জীবনে প্রথম যারে লেগেছে ভালো
[এ বুকে কান পেতে শোনো
এ হৃদয় কি বলে হায়
বন্ধ হয়ে যাবে চিরতরে
তোমাকে যদি হারায়] - ২ বার
জীবনে প্রথম যারে লেগেছে ভালো
যে আমার এই বুকে প্রানেরই আলো
সেই আর কেউ নয় শুধু যে তুমি
বলছি তোমায় গানে গানে
জীবনে প্রথম যারে লেগেছে ভালো
[এই চোখে চোখ রেখে দেখো
কি বলে চোখ ইশারায়
অন্ধ হয়ে যাবে চিরতরে
তোমাকে যদি হারায়] - ২ বার
জীবনে প্রথম যারে লেগেছে ভালো
যে আমার এই বুকে প্রানেরই আলো
সেই আর কেউ নয় শুধু যে তুমি
বলছি তোমায় গানে গানে
জীবনে প্রথম যারে লেগেছে ভালো
🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিক!মিস করি গানগুলোকে। হৃদয় ছুঁয়ে যায়। এ গানে রিয়াজের থেকে শাকিব খানকে বেশী হ্যান্ডসাম লেগেছে। শাকিব খান এমনি এমনি সুপারস্টার হয় নি। নিশ্চয়ই তার গুন ছিলো তাই সেই গুনে গুণান্বিত করতে পেরেছে কোলকাতার পরিচালকরা ❤️