এই পোষ্টে আজকের হাঙ্গামা সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি আমার জীবন তুমি ভালোবাসা। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন
শিল্পী - এন্ড্রু কিশোর / সাবিনা ইয়াসমিন
Tumi Amar Jibon Tumi Song Lyrics 👇
তুমি আমার জীবন তুমি ভালোবাসা
তোমায় নিয়ে আমার যত আশা
তুমি আমার জীবন তুমি ভালোবাসা
তোমায় নিয়ে আমার যত আশা
তুমি আমার জীবন...
দুটি পাখি আছে একটি নীড়ে
থাকবো দু'জনে জনম ধরে
দুটি পাখি আছে একটি নীড়ে
থাকবো দু'জনে জনম ধরে
তুমি আমার জীবন তুমি ভালোবাসা
তোমায় নিয়ে আমার যত আশা
পৃথিবীর কাছে চাই না কিছু আর
পেয়ে গেছি আমি যা ছিলো চাওয়ার
পৃথিবীর কাছে চাই না কিছু আর
পেয়ে গেছি আমি যা ছিলো চাওয়ার
তুমি আমার জীবন তুমি ভালোবাসা
তোমায় নিয়ে আমার যত আশা
তুমি আমার জীবন তুমি ভালোবাসা
তোমায় নিয়ে আমার যত আশা
🔊 আমার মতামত - এককথায় অসাধারণ। যেমন তাদের অভিনয় জুটি তেমনি গানটার গীতিকার ও কন্ঠশিল্পীরাও গানটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ❤️