এই পোষ্টে জানের জান সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কি নাই বলো তুমি। গানটি গেয়েছেন রুনা লায়লা
শিল্পী - রুনা লায়লা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ki Nai Bolo Tumi Song Lyrics 👇
কি নাই বলো তুমি আমার কাছে
রুপ মন যৌবন সবই তো আছে
কি নাই বলো তুমি আমার-ই কাছে
রুপ মন যৌবন সবই তো আছে
একটু খানি ফিরে চাও আমায় বুকে টেনে নাও
ঠান্ডা ঠান্ডা লাগে আমার কেনো বোঝনা
আমি তোমার দিওনা আমায় ভালোবাসো না
ও আমি আমি তোমার দিওনা
আমায় ভালোবাসো না...
লাল লাল গাল ধরে দেখো না
রাঙা এই ঠোট ছুয়ে দেখো না
এই লাল লাল গাল ধরে দেখো না
রাঙা এই ঠোট ছুয়ে দেখো না
আমার মত রসের ও মাখন
পাবে না কোথাও পাবে না
আমি তোমার দিওনা আমায় ভালোবাসো না
হে আমি আমি তোমার দিওনা
আমায় ভালোবাসো না...
চাই আমি চাই শুধু তোমাকে
দাও মন দাও তুমি আমাকে
হোও... চাই আমি চাই শুধু তোমাকে
দাও মন দাও তুমি আমাকে
আমি তোমার দিওনা আমায় ভালোবাসো না
হো আমি আমি তোমার দিওনা
আমায় ভালোবাসো না...
কি নাই বলো তুমি আমার-ই কাছে
রুপ মন যৌবন সবই তো আছে
হাহ, কি নাই বলো তুমি আমার-ই কাছে
রুপ মন যৌবন সবই তো আছে
একটু খানি ফিরে চাও আমায় বুকে টেনে নাও
ঠান্ডা ঠান্ডা লাগে আমার কেনো বোঝনা
আমি তোমার দিওনা আমায় ভালোবাসো না
ও আমি আমি তোমার দিওনা
আমায় ভালোবাসো না...
🔊 আমার মতামত - একজন অভিনেত্রীর - অভিনেতার সব ধরনের অভিনয় করতে হয় তাহলেই তো সে অভিনেত্রী বা অভিনেতা ❤️