এই পোষ্টে মৃত্যুর মুখে সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমি রসে ভরা চমচম। গানটি গেয়েছেন শাকিলা জাফর
🎧 Song Credits:
শিল্পী - শাকিলা জাফর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ami Roshe Bhora Chomchom Song Lyrics 👇
আমি রসে ভরা চমচম বড় তুলতুলে নরম
তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম
দম দমা দম, দমা দম, দম দমা দম...
আমি রসে ভরা চমচম বড় তুলতুলে নরম
তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম
দম দমা দম, দমা দম, দম দমা দম...
বুকের মাঝে করে তোল পাড়
এত দিনের তৃষ্ণা আমার
ও বুকের মাঝে করে তোল পাড়
এত দিনের তৃষ্ণা আমার
বন্ধু তোমায় আমি-
না না যেতে দেব না তোমায়
জোছনা ভেজা রাতে থাকো আমারই সাথে
আমি রসে ভরা চমচম বড় তুলতুলে নরম
তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম
দম দমা দম, দমা দম, দম দমা দম...
আমার বলে নেই কিছু আর
সবই যেন হলো তোমার
ও আমার বলে নেই কিছু আর
সবই যেন হলো তোমার
আজকে তোমার মাঝে
আমি হারিয়ে যাবো
চোখে চোখে সুখে ভরিয়ে যাবো
আমি রসে ভরা চমচম বড় তুলতুলে নরম
তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম
দম দমা দম, দমা দম, দম দমা দম...
🔊 আমার মতামত - একজন অভিনেত্রীর - অভিনেতার সব ধরনের অভিনয় করতে হয় তাহলেই তো সে অভিনেত্রী বা অভিনেতা ❤️