এই পোষ্টে সেই ঘাটের মাঝি সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর
Tomay Sokhi Bhalobashi Song Lyrics 👇
তোমায় সখি ভালোবাসি...
তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া
রাখবো তোমায় বুকে ধরিয়া,
ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া
তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া
তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া
রাখবো তোমায় বুকে ধরিয়া,
ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া
রাগ করো না ওগো কন্যা আমার কথা শোন
সারাজীবন আমি তোমার এই কথাটি মানি
মজনু হইয়া তোমার প্রেমে
মজনু হইয়া তোমার প্রেমে যাবো আমি মরিয়া
রাখবো তোমায় বুকে ধরিয়া,
ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া
(মধুর কথায় ভুইলো না মনের দুয়ার খুইলো না
সাবধানে থাকিও সুন্দরী
মাঝি বড়ই রঙিলা তুমি একি করিলা
হইলা কেনো নায়ের সাওয়ারি)
মাঝিরে... বৈঠা চালাও জোরে সোরে উড়াইয়া পাল
পিরিতেরই গহিন গানে ছাড়িও না হাল
ও মাঝি ছাড়িও না হাল
চালাও চালাও সুজন মাঝি তোমার নৌকা খানা
পাড়ের কড়ি বুইঝা লইয়ো তুমি ষোল আনা
মাঝি লইইয়ো ষোল আনা!
মাঝি লইইয়ো ষোল আনা...
তুমি কন্যা দিন দুপুরে মন করিলা চুরি
হইলাম আমি প্রেম দিওয়ানা এখন কি যে করি
তুমি কন্যা দিন দুপুরে মন করিলা চুরি
হইলাম আমি প্রেম দিওয়ানা এখন কি যে করি
দুই চোখেতে আন্ধার দেখি,
দুই চোখেতে আন্ধার দেখি তোমার প্রেমে পড়িয়া
রাখবো তোমায় বুকে ধরিয়া,
ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া
তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া
রাখবো তোমায় বুকে ধরিয়া
তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া
রাখবো তোমায় বুকে ধরিয়া
ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া
ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া
ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া
🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️