এই পোষ্টে অবুঝ দুটি মন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি। গানটি গেয়েছেন রুনা লায়লা
🎧 Song Credits:
শিল্পী - রুনা লায়লা
Jara Prem Koreche Song Lyrics 👇
যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি
যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি
যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি
যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি
প্রেম জিন্দেগি, প্রেম বান্দেগি
(প্রেম জিন্দেগি, প্রেম বান্দেগি)
আমি প্রেমের তরে দেবো আমার জান
আমি প্রেমের তরে দেবো আমার প্রাণ
প্রেম আল্লাহ, প্রেম ঈশ্বর, প্রেম ভগবান
যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি
বুকে থাকতে মোর শেষ নিঃশ্বাস, গাইবো প্রেমের গান
প্রেমেরই তরে দেবো আমাই আমারি জান কোরবান
প্রেম জিন্দেগি, প্রেম বান্দেগি
(প্রেম জিন্দেগি, প্রেম বান্দেগি)
আমি প্রেমের তরে দেবো আমার জান
আমি প্রেমের তরে দেবো আমার প্রাণ
প্রেম আল্লাহ, প্রেম ঈশ্বর, প্রেম ভগবান
(প্রেম ঈশ্বর, প্রেম আল্লাহ, প্রেম ভগবান)
যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি
যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি
রক্ত নদী যাক না বয়ে মানবো আমি হার
প্রেমের তরে মরতে হলে মরবো হাজার বার
প্রেম জিন্দেগি, প্রেম বান্দেগি
(প্রেম জিন্দেগি, প্রেম বান্দেগি)
আমি প্রেমের তরে দেবো আমার জান
আমি প্রেমের তরে দেবো আমার প্রাণ
প্রেম আল্লাহ, প্রেম ঈশ্বর, প্রেম ভগবান
(প্রেম ঈশ্বর, প্রেম আল্লাহ, প্রেম ভগবান)
যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি
যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি
প্রেম আল্লাহ, প্রেম ঈশ্বর, প্রেম ভগবান
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️