এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই সিনেমার নাম স্পর্ধা এবং গানের নাম - সোনিয়া সোনিয়া মনটা নিলা কারিয়া। এই জনপ্রিয় গানটি গেয়েছে বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তিশিল্পী ডলি সায়ন্তনী ও এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
শিল্পী - ডলি সায়ন্তনী / এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Sonia Sonia Monta Nila Karia Song Lyrics 👇
সোনিয়া সোনিয়া মনটা নিলা কারিয়া,
আমারে ভালোবাসিয়া!
হেই সোনিয়া সোনিয়া মনটা নিলা কারিয়া,
আমারে ভালোবাসিয়া!
ও ও ও...
নাম ডেকো না আমার, নাম ডোকো না
আদর করে আমায় তুমি ডাকো না প্রিয়া
[সোনিয়া সোনিয়া,মনটা নিলা কারিয়া,
আমারে ভালোবাসিয়া!] - ২ বার
এতো দিন আমি যে, ছিলাম বড় একা
হয়ে গেলো ফুলের সাথে, মন ভ্রমরার দেখা
ও এতো দিন আমি যে, ছিলাম বড় একা
হয়ে গেলো ফুলের সাথে, মন ভ্রমরার দেখা
মধু চুরি করে শেষে এ দুরে যেও না
পারো যদি যাদু করে বেঁধে রাখো না
সোনিয়া সোনিয়া আমি তোমার সোনিয়া
জানে রে সারা দুনিয়া...
সোনিয়া সোনিয়া,মনটা নিলা কারিয়া,
আমারে ভালোবাসিয়া!
কি দেখালে আমারে লাগলো গায়ে ঝাকি
এখনো তো আসল জিনিস দেখার আছে বাকি
আহ কি দেখালে আমারে লাগলো গায়ে ঝাকি
এখনো তো আসল জিনিস দেখার আছে বাকি
প্রেমে আছে এতো মজা আগে বুঝিনি!
মজার পরে সাজা আছে সে কি ভাবনি?
হে, সোনিয়া সোনিয়া মনটা নিলা কারিয়া,
আমারে ভালোবাসিয়া
সোনিয়া সোনিয়া মনটা নিলা কারিয়া,
আমারে ভালোবাসিয়া
নাম ডেকো না আমার, নাম ডোকো না
আদর করে আমায় তুমি ডাকো না প্রিয়া
সোনিয়া সোনিয়া,মনটা নিলা কারিয়া,
আমারে ভালোবাসিয়া!
সোনিয়া সোনিয়া আমি তোমার সোনিয়া
জানে রে সারা দুনিয়া...
🔊 আমার মতামত - গানটি আমার খুব প্রিয় আরও প্রিয় মুনমুন তারচেয়ে প্রিয় একজন ইলিয়াস কান্চন যেন গানটি একদম পরিপূর্ণ আর একটা কথা মুনমুন কে গরম অশ্লীল নায়িকা না বলে বলা যায় সময়ের সাহসী সেরা নায়িকা। বডি এবং মুখের এক্সপ্রেশন দারুণ। যা অন্য নায়িকাদের মাঝে নেই ❤️