Amar E Jibon (আমার এ জীবন আমার এই মন) Song Lyrics

এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই সিনেমার নাম দানব এবং গানের নাম - আমার এ জীবন। এই জনপ্রিয় গানটি গেয়েছে বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তিশিল্পী রুনা লায়লা 

🎧 Song Credits:
অ্যালবাম - দানব

Amar E Jibon Song Lyrics 👇

[আমার এ জীবন আমার এই মন
হয়েছি যেন আজ তোমার-ই এখন
আমার এ জীবন আমার এই মন
হয়েছি যেন আজ তোমার-ই এখন 
তুমি যে তুমি যে এই চোখে তে 
তুমি যে তুমি যে এই বুকেতে 
তুমি যে তুমি যে এই চোখে তে... 
দেখ না চেয়ে তুমি এসেছি কত কাছে আমি 
ও কাছে আমি, বোঝো না কেনো তুমি 
কত যে ভালোবাসি আমি, ভালোবাসি আমি] - ২ বার 

প্রেমের ও আগুনে পুড়ি আমি 
দু'হাতে নাও না জড়িয়ে 
প্রেমের ও আগুনে পুড়ি আমি 
দু'হাতে নাও না জড়িয়ে 
এসো না বুকেরও সাগরে তে 
পিয়াসা দেবো মিটিয়ে 
আমার ও ইচ্ছে করে সুখের ও ছোয়া 
শুধু পেতে ও শুধু পেতে... 
কত যে স্বপ্ন দেখি দুজনে রবো একসাথে
ও একসাথে, ও একসাথে... 

[তোমাকে ছাড়া যে একা একা 
কখনো থাকতে পারি না] - ২ বার 
রাতের ও আঁধারে চুপি চুপি 
আমাকে ক্যানো ডাকো না?
তোমার ই কানে কানে গোপন কথা
এসো বলি, ও এসো বলি 
জানোনা দূরে দূরে যেখানে আছে নিরিবিলি
নিরিবিলি ও নিরিবিলি, নিরিবিলি 
[আমার এ জীবন আমার এই মন
হয়েছি যেন আজ তোমার-ই এখন] - ২ বার 
তুমি যে তুমি যে এই চোখে তে 
তুমি যে তুমি যে এই বুকেতে 
তুমি যে তুমি যে এই চোখে তে... 
দেখ না চেয়ে তুমি এসেছি কত কাছে আমি 
ও কাছে আমি, বোঝো না কেনো তুমি 
কত যে ভালোবাসি আমি, ভালোবাসি আমি
ভালোবাসি আমি ও ভালোবাসি আমি 


🔊 আমার মতামত - মুনমুনের সৌন্দর্য আর এক্সপ্রেশন অন্য কোন অভিনেত্রীর মাঝে পাওয়া যায় না ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম