Akta Notun Prithibi Chai (একটা নতুন পৃথিবী চাই) Song Lyrics

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে জবর দখল  সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - একটা নতুন পৃথিবী চাই

🎧 Song Credits:
অ্যালবাম - জবর দখল 

Akta Notun Prithibi Chai Song Lyrics 👇 

[একটা নতুন পৃথিবী চাই
একটা নতুন পৃথিবী চাই
যেথা তুমি আছো আর আমি
আছি আর কোন মানুষ নাই] - ২ বার 

এমনই পিরিতে বন্ধু মোজে আছে মন
ইচ্ছে করে তোমার বুকে থাকি সারাক্ষণ
প্রেমেরি বাগানে ফোটা তুমি গোলাপ ফুল
মধু নিতে আজকে আমি করবো নাকো ভুল
একটা নতুন পৃথিবী চাই
একটা নতুন পৃথিবী চাই
যেন চতুর্দিকে আমি নয়ন মেলে
শুধু তোমায় দেখতে পাই
একটা নতুন পৃথিবী চাই
একটা নতুন পৃথিবী চাই
যেথা তুমি আছো আর আমি
আছি আর কোন মানুষ নাই

বয়স আমার এমন যেন কচুপাতায় জল
একটু তোমার প্রেমের ছোঁয়ায় করে টলমল
আজকে আমার মনে-প্রানে সুখের সীমানায়
মেটে না সাধ তোমায় আরো কাছে পেতে চায়
একটা নতুন পৃথিবী চাই
একটা নতুন পৃথিবী চাই
যেথা প্রেমের সাগর আছে প্রেমের
তরী চলো বন্ধু ভেসে যাই
একটা নতুন পৃথিবী চাই
একটা নতুন পৃথিবী চাই
যেথা তুমি আছো আর আমি
আছি আর কোন মানুষ নাই


🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। গানটি আমার খুব প্রিয় আরও প্রিয় মুনমুন তারচেয়ে প্রিয় একজন ইলিয়াস কান্চন যেন গানটি একদম পরিপূর্ণ আর একটা কথা মুনমুন কে গরম অশ্লীল নায়িকা না বলে বলা যায় সময়ের সাহসী সেরা নায়িকা। বডি এবং মুখের এক্সপ্রেশন দারুণ। যা অন্য নায়িকাদের মাঝে নেই ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম