বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে মুন্না মস্তান সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - প্রেমেরই তুফান বুকে হলো শুরু
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Premeri Tufan Song Lyrics 👇
প্রেমেরই তুফান বুকে হলো শুরু
কাপে যে হৃদয় বুকে দুরু দুরু
প্রেমেরই তুফান বুকে হলো শুরু
কাপে যে হৃদয় বুকে দুরু দুরু
এসো না কাছে আজ দাও না ভেঙে লাজ
আমি যে তোমাকে চাই...
প্রেমেরই তুফান বুকে হলো শুরু
কাপে যে হৃদয় বুকে দুরু দুরু
[সারা অঙ্গে অঙ্গে নেশা;এই নেশায় ডুবে থাকো
একটু বেহুঁশ হলে বন্ধু আমি শাসন করবো নাকো] - ২বার
তোমাকে চাই যে মন, চাই যে সারাক্ষন
উতালা হয়েছি তাই...
[প্রেমেরই তুফান বুকে হলো শুরু
কাপে যে হৃদয় বুকে দুরু দুরু] - ২ বার
এসো না কাছে আজ দাও না ভেঙে লাজ
আমি যে তোমাকে চাই...
প্রেমেরই তুফান বুকে হলো শুরু
কাপে যে হৃদয় বুকে দুরু দুরু
[দ্যাখো কাপা কাপা ঠোটে লাল গোলাপ ফুটে আছে
তুমি ভ্রমর হয়ে বন্ধু আজ এসো না হয় কাছে] - ২ বার
জানিনা কিছু হায় কি জানি হয়ে যায়
জ্বলে পুড়ে হবো ছাই...
[প্রেমেরই তুফান বুকে হলো শুরু
কাপে যে হৃদয় বুকে দুরু দুরু] - ২ বার
এসো না কাছে আজ দাও না ভেঙে লাজ
আমি যে তোমাকে চাই...
প্রেমেরই তুফান বুকে হলো শুরু
কাপে যে হৃদয় বুকে দুরু দুরু
🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। আগের সিনেমার গানগুলো কত সুন্দর ছিলো আর একটা কথা মুনমুন কে গরম অশ্লীল নায়িকা না বলে বলা যায় সময়ের সাহসী সেরা নায়িকা। বডি এবং মুখের এক্সপ্রেশন দারুণ। যা অন্য নায়িকাদের মাঝে নেই ❤️