এই পোষ্টে জমজ সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - প্রেমেরই বাতাস লাগে। গানটি গেয়েছেন তিশমা এবং এস আই টুটুল
🎧 Song Credits:
শিল্পী - তিশমা / এস আই টুটুল
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Premeri Batash Lage Song Lyrics 👇
প্রেমেরই বাতাস লাগে সারা গায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
পিয়াসী হৃদয়; বোঝে না কি চায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
নাও আপন করে ভালোবাসায়
দাও পাগল করে সুখের ছোঁয়ায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
প্রেমেরই বাতাস লাগে সারা গায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
দেখাক শুধু আমায় ধীরে ধীরে ***
তোকে মজা দেবো আমি শুধু সুন্দরী
এই একটু শান্তি দে নারে তুই আমায়
প্রেমেরই বাতাস লাগে সারা গায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
দোলা দেহ দোলা নেচে ভোলা আজ রাতে
দে না, ঠেলে দে না লাল পানি তুই নিজ হাতে
এই একটু শান্তি দে নারে তুই আমায়
প্রেমেরই বাতাস লাগে সারা গায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
পিয়াসী হৃদয়; বোঝে না কি চায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
নাও আপন করে ভালোবাসায়
দাও পাগল করে সুখের ছোঁয়ায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
প্রেমেরই বাতাস লাগে সারা গায়
ও জ্বলছি, পুড়ছি গোপনে প্রেম জ্বালায়
🔊 আমার মতামত - একজন অভিনেত্রীর - অভিনেতার সব ধরনের অভিনয় করতে হয় তাহলেই তো সে অভিনেত্রী বা অভিনেতা ❤️