Jibon Khata Jemon (জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি) Lyrics

এই পোষ্টে ছলনা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর

🎧 Song Credits: 
অ্যালবাম - ছলনা
গীতিকার - আহমেদ ইউসুফ সাবের

Jibon Khata Jemon Song Lyrics 👇

জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি, 
রইলো তেমনি কিছু লেখা হলো না! 
জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি,
রইলো তেমনি কিছু লেখা হলো না! 

নিয়তি যে বড়ই পাষান ভাঙলো আশার ঘর 
হায়রে ভাঙলো আশার ঘর 
বিনা দোষে দু'জনেরি দিলো তিপান্তর
হায়রে দিলো তিপান্তর... 
জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি, 
রইলো তেমনি কিছু লেখা হলো না! 

আমি এপার তুমি ওপার মাঝে নদীর ঢেউ
হায়রে মাঝে নদীর ঢেউ
তোমার আমার এই কাহিনি জানলো না তো কেউ
হায়রে জানলো না তো কেউ
জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি, 
রইলো তেমনি কিছু লেখা হলো না! 

থাকবো তোমায় পাওয়ার আশায় 
সারাজীবন ভর; হায়রে সারাজীবন ভর
যতই আসুক এই জীবনে কাল বৈশাখীর ঝড়
হায়রে বৈশাখীর ঝড়... 
জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি, 
রইলো তেমনি কিছু লেখা হলো না! 
জীবন খাতা যেমন ছিল রইলো তেমনি, 
রইলো তেমনি কিছু লেখা হলো না! 
কিছু লেখা হলো না
কিছু লেখা হলো না... 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম